আমাদের কথা খুঁজে নিন

   

কংগ্রেসের ওপর ওবামার চাপ বৃদ্ধির কৌশল

মঙ্গলবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা রয়েছে ওবামার। সিরিয়া হামলার পক্ষে-বিপক্ষে এখনও যে সব কংগ্রেস সদস্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি, এ ভাষণের ফলে সৃষ্ট জনমতের চাপে তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলে ধারণা করছে ওবামার উপদেষ্টা পরিষদ। আগামী সপ্তাহে কংগ্রেসের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ওই অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের বিষয়ে ভোটাভুটি হওয়ার কথা। রাশিয়ায় অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের শেষ দিন ছিল শুক্রবার।

এদিন সম্মেলনে অংশ নেয়া ওবামা জানিয়েছেন, সিরিয়ায় হামলা চালানোর বিষয়ে জনমত তৈরি ও কংগ্রেসের সমর্থন আদায়ে কঠিন লড়াই করতে হচ্ছে তাকে। সিরিয়া হামলা বিষয়ে কংগ্রেসের মনোভাব ওবামার পক্ষে নয়। আর বিষয়টিতে সমর্থন পাওয়ার জন্য গত সপ্তাহে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। কিন্তু এখনও পর্যন্ত তাদের অনেকেই হামলার বিষয়টি সমর্থন করবেন কিনা তা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। জনমত জরিপে সাধারণ মার্কিনিদের মতামত সিরিয়া হামলার বিপক্ষে।

ইরাক ও আফগান যুদ্ধের দীর্ঘসূত্রিতায় ক্লান্ত এসব মানুষ তীব্রভাবে যুক্তরাষ্ট্রের নতুন কোনো যুদ্ধে জড়ানোর বিরুদ্ধে মতামত জানিয়েছেন। রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে সংবাদ সম্মেলনে ওবামা বলেন, “কংগ্রেসে ভোট ও অন্যান্য প্রক্রিয়া প্রসঙ্গে বলা যায়, এটি খুব কঠিন একটি বিষয় হতে যাচ্ছে। ” “এই দ্বিধার কারণ আমি বুঝি। তাই প্রত্যেক সিনেটর ও কংগ্রেসের প্রত্যেক সদস্যদের মতামত তৈরিতে নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে যাওয়াকে আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি, আর এটাই আমরা করছি,” বলেন তিনি। সীমিত আকারের হামলাও যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘমেয়াদি যুদ্ধে টেনে নিতে পারে এবং এ লড়াই মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে ধারণায় কংগ্রেসের অনেক সদস্যই উদ্বিগ্ন বোধ করছেন।

তাদের বোঝাতে ওবামা প্রশাসনের কর্মকর্তারা প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদভাবে কথা বলে হামলার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরছেন। সোমবারের মধ্যে কংগ্রেসের সব সদস্যকে ব্যক্তিগতভাবে অবহিত করার মিশন শেষ হবে। হামলা বিষয়ে কংগ্রেস সদস্যদের গোপনীয় সব তথ্য সরবরাহের পর সিরিয়া হামলার বিষয়ে কংগ্রেসর সমর্থন পাবেন বলে হোয়াইট হাউসের কর্মকর্তারা আশাবাদী হয়ে উঠেছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.