ক্ষুদ্র ভোট রাজনৈতিক স্বার্থে দেশে বিভেদের রাজনীতি করছে কংগ্রেস বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। আজ রবিবার মুম্বাইয়ে দলীয় জনসভায় এই অভিযোগ করেন মোদী। এছাড়াও উন্নয়নের স্বার্থে দেশে কংগ্রেস শাসনের অবসান হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
বিজেপি'র প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদী বলেন,'অনুন্নতির জন্য কংগ্রেস সরকার দায়ী। কংগ্রেস মুক্ত ভারতের স্বপ্নকে আমাদের পূরণ করতেই হবে।
আর এই স্বপ্ন বাস্তবায়নের কাজ মুম্বাই থেকে শুরু হওয়া দরকার। ব্রিটিশদের থেকে কংগ্রেসিরা ডিভাইড অ্যান্ড রুল নীতি শিখেছে। কংগ্রেসের বিভেদের রাজনীতি আমাদের এবার বন্ধ করতে হবে। '
দুর্নীতি ইস্যুতেও এদিন কংগ্রেসকে একহাত নিয়েছেন মোদী। দুর্নীতি ইস্যুতে কেন্দ্রের শাসক দল দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।