আমাদের কথা খুঁজে নিন

   

এলিজি



রাসেলের মাছগুলি মরিয়া গিয়াছে সোহাগী এক্যুরিয়ামে তাহারা চাহিয়াছিল অনন্তের স্বাদ। রাসেলের মায়াময় মাছগুলি যাহাদের আঁশে আঁশে ভালোবাসা ছিল যাহাদের মৃদু সন্তরনে বিরহ অভিমান ছিল বরফকুচির মত স্বপ্ন ছিলো যাহাদের বাহারি লেজের খেলায়, সেইসব পোষা মাছগুলি মরিয়া গিয়াছে অ-অনন্তের বলয়ে। রঙিন প্রজাপতির মত মাছগুলি শুনিতে চাহিয়া ছিলো জলের কল্লোল, নদীর ঘ্রান তাহাদের দিয়াছিল হাতছানি শীতল রক্তে জাগিয়াছিলো জীবনের উত্তাপ অথবা রাসেল তাহাদের ডাকিয়াছিলো দূর পরবাসে, কোথাও যায় নাই তাহারা গাঢ় অভিমানে, বর্ণিল মাছগুলি কত সহজে মরিয়া গিয়াছে। তাহাদের দেহ ভাসিয়া উঠিয়াছিলো করুণ স্মৃতির মত অথবা যাপিত শত জনমের, সহস্র জনমের করুণ স্মৃতি সব একে এক ভাসিয়া উঠিয়াছিল মাছেদের মৃত অবয়বে.. রাসেল জানে নাই তাহার মৃত্যুর তিন দিন আগে তাহার প্রিয়তম মাছগুলি তাহার প্রিয়তম বন্ধুসকল মরিয়া গিয়াছে পাঁচ ফিট বাই তিন ফিট কাঁচের বাক্সে সাজানো এক্যুরিয়ামে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।