আমাদের কথা খুঁজে নিন

   

এলিজি : তোমার জন্য

একান্তই নিজের কিছু হাবিজাবি চিন্তাভাবনা ।।।

হাসছি তো হাসছিই নিজের রসিকতায় নিজেই ভেতরটায় কে যেন কাঁদছে নিরন্তর জানান দিয়ে যাচ্ছে তার অশুভ উপস্থিতি। বন্ধুরা মিলে মেতে আছি উল্লাসে ভেতরে যে শুধুই হাহাকার সাবধানে চেপে রাখি, তুমি কখনোই শুনতে পাবেনা তা। হাসছি আমি যখন দেখছি তোমায় তুমিও হেসে উঠছো আমার চোখে রেখে চোখ কিন্তু তোমার সে দৃষ্টি নেই, দেখতে পাও না আমার অন্তর কীভাবে যে রক্তাক্ত হয় প্রতিনিয়ত তবুও হেসে চলেছি তোমাকে বিদায় দিতে হাত নাড়ছি সোল্লাসে! ভেতরে আহত হৃদয়ের আর্তচিৎকার রক্তাক্ত হয়ে চলেছে, প্রতিনিয়ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।