আমাদের কথা খুঁজে নিন

   

নীলাকাশের শূণ্যতা (৪)



মোহনা এখন ক্লাশ সিক্স এ। হাসানের ছোট বোন তুলি আর মোহনার ছোট ভাই অমিত ও সেই একই স্কুলে ভর্তি হয়েছে। হাসানের সাথে বন্ধুত্ব দিন দিন আরো গভীর হচ্ছে মোহনার। কিন্তু ভাল দিন বেশি দিন থাকে না। হাসানের মা হাসানকে অন্য একটা স্কুলে ভর্তি করে দেন।

মোহনাদের স্কুলে শুধু পরীক্ষা দিতে আসে সে। ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার অনেক ইচ্ছা তার। হাসানের মা তাই চান। উনি হাসানের পড়াশোনার ব্যপারে খুবই সচেতন। হাসানের সাথে সারা দিন ক্যাডেট কোচিং এ বসে থাকেন।

হাসান নাই, মোহনার একদম মন টিকেনা ক্লাশে। হাসানের উপর খুব রাগও হয় তার, কেন সে অন্য স্কুলে গেল? মোহনার কথা একবারো ভাবলো না? মনে মনে অনেক কষ্ট পায় মোহানা কিন্তু হাসান কে কখনো বুঝতে দিত না। মোহানা যখন ক্লাশ সেভেন এ উঠল, মোহনার বাবা আবারো বদলী হয়ে গেলেন দিনাজপুর। মোহানার কান্না পেয়ে গেল। এখান থেকে ও যেতে চায় না।

অনেক বান্ধবী-বন্ধু এখানে, নতুন জায়গাতে যেয়ে আবার নতুন করে সব গুছাতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।