আমাদের কথা খুঁজে নিন

   

নীলাকাশের শূণ্যতা (১)



আজ মোহনার মন টা খুব খারাপ। তারা এখান থেকে চলে যাচ্ছে। বাবা যে কেন এমন পচা অফিসে চাকুরি করেন, বার বার বদলি করে দেয়। এখানে মোহনার অনেক বান্ধবী ছিল। ওরা একসাথে পুতুল খেলত, রান্না-বাটি খেলত, কানামাছি খেলত।

আর ঈদ এর আনন্দের তো তুলনাই হয়না। ঈদের জামা নিয়ে হত লুকোচুরি খেলা। সবার আম্মুরাও যেন সেই খেলায় মেতে উঠত। এর পর ওরা যেখানে যাচ্ছে সেখানে আবার মোহনা কে নতুন বান্ধবী বানাতে হবে। সেখানে গিয়ে নতুন স্কুলে ভর্তি হতে হবে।

নতুন স্কুলের মেয়েরা যদি তার সাথে না মেশে। এগুলো ভাবতে ভাবতে মোহনা বাস এর জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে, একসময় ঘুমিয়ে পরে। আম্মুর ডাক এ ঘুম ভাংগে মোহনার। সে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওরা তো নতুন বাসায় চলে এসেছে।

সকাল হয়ে গেছে। আম্মু মোহনার ছোট ভাই অমিত কে খওয়াচ্ছে। অমিত এর বয়স দের বছর। আব্বু অফিসে চলে গেছে। মোহনার আম্মু সায়লা খুব গুছানো।

এত অল্প সময়েই অনেক কিছু গুছিয়ে নিয়েছেন তিনি। সংসার এর সব কিছু তার নিজের মমতা দিয়ে গড়া। মোহনার আব্বু সরকারি চাকুরি করেন। চার জন এর ছোট একটা পরিবার। সায়লা অনেক ভালো গান করেন।

একমাত্র আদরের মেয়েকে তিনি গান শেখান অতি যত্নের সাথে। মোহনার বাবা জাহিদ আহমেদ ও একসময় ভালো গান গাইতেন। এখন আর সময় হয় না। মাঝে মাঝে সায়লা আর মোহনার গানের সাথে তবলা বাজান। সায়লার এখন প্রধান চিন্তা, মোহনা কে স্কুলে ভর্তি করা।

ছোট্ট একটা উপজেলা শহর মুক্তাগাছা। এখানে একটাই ভাল কিন্ডার গার্টেন স্কুল। ওখানে ভর্তি করা ছাড়া তো আর কনো উপায় নাই। সায়লার হাত ধরে গুটি গুটি পায়ে স্কুলে গেল মোহনা। মোহনা গান গাইতে পারে, নাচতে পারে, কবিতা আবৃত্তি করতে পারে শুনে তো স্কুলের হেড স্যার মহা খুশি।

সাথে সাথে দপ্তরি কে হারমনিয়াম নিয়ে আসতে বলে। মোহনা তো একটু ঘাবরেই গেল। কি করবে বুঝতে না পেরে আম্মুর দিকে তাকায়। সায়লা একটু হেসে মোহনা কে বলেন, গান গাও। মোহনার একটুও গাইতে ইচ্ছা করছিলো না।

কিন্তু আম্মু গাইতে বলেছে। এছাড়া গান না গাইলে যদি স্কুলে ভর্তি না নেয়, সেটাও ভাবে সে। কি আর করা, দু্ই বেনি দুলিয়ে দুলিয়ে ছড়া গান গাইতে থাকে মোহনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।