আমাদের কথা খুঁজে নিন

   

এদেশের মানুষকে নির্বোধ ভাববেন না প্লিজ

খবর: বিএনপি-জামাত ক্ষমতায় এলে মানবতাবিরোধী অপরাধীদের বিচার করবে। মানুষ কিন্তু ভুলে যায়নি বিএনপি ৭০-এ চিহ্নিত রাজাকারদের মন্ত্রী বানিয়েছিল। আজিজের মতন শীর্ষ রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়ে এদেশের মাটিকে, মানুষকে সেদিন চূড়ান্ত অপমান করা হয়েছিলো। ৯১-এ জাহানারা ইমাম যখন রাজাকারদের বিচার চান তখন উনার নামে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছিলো। ২০০১ এ নেমে এলো আরেক কালো ছায়া, দুই দুইটি রাজাকারকে বানানো হয় মন্ত্রী!! আমি বিএনপি'র নেতাদের কাছে জানতে চাই- "মানবতাবিরোধী অপরাধীদের বিচার"রের সংজ্ঞাটি আমাদের একটু বলবেন কি?? এমন নয়তো মানবতাবিরোধী অপরাধীদের বিচার মানে মুক্তিযোদ্ধাদের বিচার?????? চিহ্নিত রাজাকারদের আপনারা চিরকাল জামাইয়ের আদর দিয়েছেন, সেই চিহ্নিত রাজাকারদের আপনারা বিচার করবেন, এমন ফালতু মিথ্যাচার না করলেও পারতেন? দেশের মানুষকে এতো নির্বোধ ভাবা ঠিক না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.