আমাদের কথা খুঁজে নিন

   

'ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করব'

আমি কিছুই লিখব না।

মন্ত্রিসভার নতুন ছয় সদস্য জানিয়েছেন, তারা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করবেন। শপথ নেওয়ার পর শুক্রবার বঙ্গভবনে তারা সাংবাদিকদের এ কথা বলেন। সকাল সাড়ে ১১টার দিকে এক মন্ত্রী ও পাঁচ প্রতিমন্ত্রী শপথ অনুষ্ঠান হয়। নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সবাই আওয়ামী লীগের সাংসদ।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়া শাজাহান খান বলেন, "সারা জীবন জনগণের জন্য কাজ করেছি। জনগণের সেবা করার সবচেয়ে বড় পথ হচ্ছে মন্ত্রীর দায়িত্ব পাওয়া। প্রধানমন্ত্রী আমাকে সে দায়িত্ব দিয়েছেন, এ জন্য তাকে ধন্যবাদ। " শাজাহান খান নৌ পরিবহণমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন। নদীগুলো দখলমুক্ত করার প্রতিশ্র"তি দেওয়ার পাশাপাশি তিনি বলেন, "দেশের সমুদ্র ও নৌবন্দরগুলোকে আরও কার্যকর ও উন্নত করার চেষ্টা চালাব।

" মাদারীপুর-২ আসন থেকে নির্বাচিত শাজাহান খান একজন শ্রমিক নেতা। এক সময় জাসদের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া মোহাম্মদ এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি। আজ এ আনন্দের দিনে বঙ্গবন্ধুর কথাই মনে পড়ছে। " অবসরপ্রাপ্ত এ সেনা কর্মকর্তা নবম সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে বিজয়ী হন।

প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, "আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালনের চেষ্টা করব। " সংরক্ষিত মহিলা আসন-৩১ এ নির্বাচিত বৃহত্তর নোয়াখালীর এ সাংসদ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন। পটুয়াখালী-৪ আসন থেকে নির্বাচিত মো. মাহবুবুর রহমান বলেন, "জনগণের খেদমত করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত পথেই কাজ করে যাব। " মাহবুবুর পানিসম্পদ প্রতিমন্ত্রী হচ্ছেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া প্রমোদ মানকিন ময়মনসিংহ-১ আসন থেকে কয়েকবার সাংসদ হন। নতুন প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরও ময়মনসিংহ-৩ আসন একাধিকবার থেকে মহাজোট প্রার্থী হিসেবে নির্বাচিত। শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার শপথ নেওয়ার পর এটা মন্ত্রিসভার দ্বিতীয় দফা পরিবর্ধন। গত ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের ৩২ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। এরপর ২৪ জানুয়ারি মন্ত্রিসভায় প্রথম দফা স¤প্রসারণ হয়।

ওই বারও ছয়জনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। দুই দফা স¤প্রসারণের পর মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৪৪ জনে। তবে এর মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমেদ সোহেল পদত্যাগ করেছেন বলে তিনি জানিয়েছেন। তো এটা কি সম্ভব, সবার কি মনে হয়, প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে এরা সকল কাজ করবে, আর প্রধানমন্ত্রীর কথায় কি তারা অবৈধ কাজও করবে, কোন প্রতিবাদ করবে না ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.