পরিচয়: মানুষ; ঠিকানা: পৃথিবী; ধর্ম: মনুষ্যত্ব
তেমন কিছু কি পাওয়ার ছিলো !
কেন তবে এই পড়ন্ত বিকেলে
কৃপণ সূর্যের দ্বারস্থ হলাম?
চাইনি-
তবু বৃষ্টি ছুঁয়ে গেলো দৃষ্টি সীমানা;
ডানাভাঙা পাখিরা ঘরে ফিরবেনা
সন্ধ্যায়- আর কোনোদিন;
মেঘের সাথে সন্ধি ক'রে পাহাড়
তবু দাড়িয়েই থাকবে বহুকাল।
এবার শ্রাবণে শস্যক্ষেতগুলো
তৃষিতই থেকে যাবে অধিক পরিমাণ;
হয়তো কদম ফুটবেনা একটিও-
তবু বাণের জলে ভেসে যাবে
ছাপ্পান্ন হাজার বর্গমাইল।
তেমন কিছু কি পাওয়ার ছিলো !
কেন তবে বৃষ্টিস্নাত সূর্যের দুয়ারে
`আমি অপার হয়ে বসে আছি....'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।