আমাদের কথা খুঁজে নিন

   

অপার শূন্যতা

মুশতাহির কল্পবাবু

শূন্যতার বিরাগে আজ হতচ্ছাড়া কবি পদ্মার ন্যায় বক্ষে জেগেছে আজ অজস্র চরাচর , ফেনিল ভাবনারা নোংরা জলতলে গিয়াছে হারায়ে ক্ষণ-ক্ষণ শিৎকারে নিনাদিত কাম অশীথিপর, গ্লপিত, নতজানু কবি- কবি,আমি সেই কবি! নিদ্রিত ধরায় ছিল স্বপ্নালু চোখ বিহংগ 'পরে যারা করেছিল ভর জগতের রূপদর্শনে- সোচ্চার ছিল যার নবনীত মন, আজ তার কিছু নেই-রতো প্রাণ ছাড়া আজ তার কিছু নেই, জলকাদা দ্বারা পুরে গিয়াছে তার নিবাত হৃদয়-হায়! কবি, আমি সে কবি ! আঁধারে বিলীন হওয়া কান্তার-রূপ নলীন চুম্বিত কুহোরভেদী ধুপ মনে তার নাই আজ নগর-বসনে কাব্য ঘুচেছে হায় কবির চেতনে ! কাগজী সাদায় আজ স্তব্ধ সে কবি কবি, আমি সেই কবি !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।