সময় কাটে না -- সময় কাটে না এরকম চিল্লানি শুনতে শুনতে ছোট্ট আপুটা বলল ভাইয়া রেডিও শুন.....সময় কাটবে। বললাম রেডিওতে কি শুনবো? বলে কেন এফ এম শুনবা। যাক আইডিয়া টা বেশ মনে ধরছিল। এফ এম শুনবো...সময় কাটাবো...
সমস্যা হইলো এবার একখান রেডিও জোগার করতে হবে। বাসায় খুঁজে কোনো রেডিও পাই না।
যে মোবাইল ব্যাবহার করতাম তাতে কেবল মাত্র কি প্যাডের কি গুলি আছে....আর কিছুই নাই। ঠিক করলাম না টেনশান করে লাভ নাই এক খান রেডিও কিনা ফেলাবো।
যারেই কই রেডিও কিনবো সেই কেমন করে তাকায়। প্রথমে বেশ কনফিউজড ছিলাম সবাই এমন করে তাকায় কেন? সমস্যা কোথায়? পরে ঠিক করলাম না আগে কিনা ফেলাই পরে দেখা যাবে সমস্যা কোন জায়গায়।
মামাত ভাইরে বলতেই এমন ভাব করলো যেন ওরে কইছি গাড়ি কিনা গিফ্ট কর...পরে চোখ কান বুইজা এক বন্ধুরে সাথে করে একখানা রেডিও কিনলাম...ছোট খাটো আট ব্যান্ডের...
রেডিও কিনা তো আমার খুশী দেখে কে... মনে হয় পুরা রাজ্য জয় করে ফেলাইছি।
রাতে রেডিও চালাইছি....এফ এম এ নব ঘুরাইছি দেখি .... ওমা শুধু ফ্যা ফ্যা শব্দ হয়। এদিকে মোচরাই ও দিকে মোচরাই চার দিকেই কেবল ফ্যা ফ্যা শব্দ...
যাই হোক ঘুরাইতে ঘুরাইতে একবার চাঙ্কুর চান্তেকের গলার স্বর শুনে থামলাম....কান খাড়া করি....কান সোজা করি চান্তেকের চ্যা চ্যা শব্দ ছাড়া আর কিছুই বুঝি না...
একটু পরে অন্য চ্যানেলে মিউজিক বাজতেই আমি তো খুশিতে আত্মহারা.... ওমা মিউজিক বাজতেছে তো বাজতেছেই......পাচ মিনিট যায়...দশ মিনিট যায়....মিউজিক আর শেষ হ্য় না... বিশ মিনিট পর বুঝলাম চ্যানেল বন্ধ হয়ে গেছে আর মিউজিক ছেড়ে রেখে বেকুব আমারে আরও বেকুব বানাইছে......
পরে রাতে আবার মামাত ভাইরে কল দিছি...ঐ এফ এম শোনা যায় না কেন?
আমারে কয় এখানে কি এফ এমের টাওয়ার আছে যে তুমি শুনবা...ফ্যা ফ্যা শব্দ শুনতে পাইতেছ তাই অনেক বেশী........
পুরা বেকুব হয়ে কিছুক্ষন বসে থেকে রেডিওটা প্যাকেট করে রেখে দিলাম.....
আমার সাধের রেডিওটার কিছু ফটোশুটিং দিলাম......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।