আমাদের কথা খুঁজে নিন

   

রাসায়নিক অস্ত্রের কাঁচামাল বিক্রি করেছে ব্রিটেন

সিরিয়ায় রাসায়নিক হামলার বিরুদ্ধে সেনা অভিযানের পক্ষে সোচ্চার ব্রিটেনের ক্যামেরুন সরকারই দেশটিতে প্রাণঘাতী রাসায়নিক অস্ত্রের কাঁচামাল বিক্রি করেছে।

আর বিষ্ময়কর এ তথ্য গতকাল রোববার সানডে মেইলের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে।

সিরিয়ায় ২০১১ সালের মার্চে গৃহযুদ্ধ শুরুর ঠিক ১০ মাস পর ২০১২ সালের জানুয়ারিতে ক্যামেরুন সরকার ব্রিটেনের কোম্পানিগুলোকে সিরিয়ায় রাসায়নিক কাঁচামাল বিক্রির অনুমোদন দেয়- এ তথ্য দেখা গেছে সানডে মেইলের অনুসন্ধানে।

প্রতিবেদনটিতে জানানো হয়েছে, গত আড়াই বছর ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সমর্থক বাহিনীর সঙ্গে লড়াই করছে বিদ্রোহীরা। গত ২১ আগস্ট সেখানে যে পক্ষই রাসায়নিক অস্ত্রের হামলা চালিয়েছে তারা ব্রিটেনের কাছ থেকে কেনা ওই কাচাঁমাল ব্যবহার করেই প্রাণঘাতী অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে।

এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর ১০ মাস পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ব্রিটেনের রাসায়নিক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে পটাশিয়াম ফ্লোরাইড এবং সোডিয়াম ফ্লোরাইড বিক্রি করার অনুমতি দেয়। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.