আমাদের কথা খুঁজে নিন

   

একটি আলোকিত ভোর এবং তার মহিমার প্রত্যাশায়.............।

কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে

প্রতিদিনই ভোর হয়। সূর্য তার আপন মহিমায় আলো ছড়ায়। সেই ভোরের আলোর সাথে বেরিয়ে পড়ে অনেক অজানা অচেনা শরীর। এই শরীর গুলোর কেউই চায় না ভোরের আলোর কাছে মুখ দেখাতে। কিন্তু পারে কি তারা নিজেদের লুকাতে? প্রতিদিনই ভোরের আলোর কাছে মুখ লুকিয়ে শরীর নিজেকে বন্দি করে চারদেয়ালে।

এরকমই এক শরীর তার নাম "মৃয়ণী"। এই মৃয়ণী বহন করে নিয়ে যাবে একটা শরীরকে। সমাজের কিছু স্বনামধন্য!! মাংস পিন্ডের রাত্রি কালীন মনোরণজনের! জন্য। না আমি ভুল লিখিনি ওরা মাংস পিন্ডই...। সকালে অফিসের মিটিং নারী কর্মচারীদের জন্য কাজ করার কথা, বিকালে নারী সমিতির সভায় নারীদের জন্য মায়া কান্না করা, সন্ধ্যার সংবাদ সম্মেলনে নারীর মর্যাদা দিতে র্ব্যথ্যার জন্য সরকারের তুলধনা করা।

আর রাতে বিলাসবহুল হোটেলের কামরায় মৃয়ণীদের শরীরকে একগাদা ময়দার খামীরে মতো পিশে ফেলা। কেন কেন কেন ??? কেন মৃয়ণী এলো তার কাছে। না এসে কি উপায় আছে মৃয়ণীর। হাসপাতালের বেডে শুয়ে থাকা বাবা, বৃদ্ধ মা, ছোট ভাইবোনের পড়ালেখার খরচ। কোথা থেকে আসবে এর জন্য কিছু "কড়ি"।

কম্পিউটারের কাজ তেমন না জানা সত্তেও কাজটা পেয়ে গেল মৃয়ণী। বসের ভালো ব্যব হার দেখেও মনে আনন্দের একটা ইর্ষ দোলা দিয়েছিল, যে কাজটা হয়তো সে করতে পারবে এখানে। মাইনে টা খুব বেশি নয় তবে বাবুর টিউশনীর টাকা মিলিয়ে সংসারটা চলে আরকি। এমনই অভাব আর অনটনের দিনে বাবার অসুখটা আরো বেড়ে গেল। তাকে হাসপাতালে ভর্তি করা হলো।

ফুসফুসের প্রদাহের কারণে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারে না। সব সময় যন্ত্রের সহায়তায় শ্বাস প্রশ্বাস চালানো হয়। আর জন্য দরকার প্রতিদিন দুহাজার টাকা। বসের কাছে সব কিছু খুলে বলতে তিনি রাজি হলেন । তার বিনিময়ে যা দিতে হবে তা শুনে মৃয়ণী অবাক হয়নি ( এর আগেও সব বসের কাছ থেকে শুনেছে) কিন্তু আজ নির্বাক হলো এটা ভেবেই যে আজ তাকে বসের বিনিময় মূল্য দিতে হবে।

সেই থেকে ভোরের আলোর কাছে মুখ লুকিয়ে বাড়ি ফেরে মৃয়ণী। এক বসের কল্যানে আজ অনেক বসের মাংসপিন্ডের কাছে নিজের শরীরকে দলিত করছে। কষ্টে যখন চোখ বেয়ে পানি নামে তখন একদলা থুতু মারছে ইচ্ছে হয় অভাবের গায়ে আর‌ যারা অভাবকে ছড়িয়ে দিয়েছে, অভাবকে ডানা দিয়েছে, বাচিয়ে রেখেছে নিজেদের স্বার্থে। হে ভোরের আলো তুমি তোমার মহিমায় রাতের সব অন্ধকার দূর করো যেমন করে তেমনি এক ভোরে তোমার আলোর মহিমায় দূর করে দাও সব অভাব যে অভাব মৃয়ণীদের তোমার কাছ থেকে মুখ লুকাতে বাধ্য করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.