আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগের গণমানুষের আন্দোলন নিয়ে জামাত-শিবিরের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তাদেরকে প্রতিহত করুন , বিজয় আমাদের হবেই হবে

স্বপ্নগুলো শুধু স্বপ্ন হিসেবে রেখে দিতে চাই না , বাস্তবতার আলোয় স্বপ্নগুলো আরো রঙ্গিন করতে চাই । আমরা অনেকেই শাহবাগ আন্দোলনের শুরুর পর থেকেই এর বিরোদ্ধে অপপ্রচারে প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছি । দেশের গণমানুষের শত্রু জামাত-শিবির এই শাহবাগের আন্দোলনের সাথেও ধর্মের নামে মানুষকে নানা ভাবে বিভ্রান্ত করছে । তারা ধর্মের দোহাই দিয়ে এই গণমানুষের আন্দোলনকে বাধা দিতে এই আন্দোলনকে নাস্তিকবাদী আন্দোলন ,বামপন্থীদের আন্দোলন , এই আন্দোলনে অংশগ্রহণরত নারীদেরকে বেশ্যা ইত্যাদি বলে বিভ্রান্তি ছড়াচ্ছে । এই ক্ষেত্রেও তারা ইসলামের নামে বিভিন্ন সু-কৌশলে এই আন্দোলনের নামে বিরোদ্ধে কুৎসা রটাচ্ছে ।

তাই তাদের এই অপপ্রচার থেকে সাবধান । তারপরেও যারা জামাত-শিবিরের অপপ্রচারে শাহবাগের আন্দোলন নিয়ে বিভ্রান্তিতে আছেন , তাদের জন্য অল্প কিছু কথা : - মনে করুন , দেশে আবার যুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে । যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই বাংলাদেশের বিভিন্ন মানুষের বিভিন্ন চিত্র ফুটে উঠলো । যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই বাংলাদেশের সেনাবাহিনী , পুলিশ , আনসার , বিজিবি সবাই বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করলো । এমনকি সমস্ত নাস্তিক বর্গ ও বামপন্থী সংঘটনগুলোও বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করলো ।

অপরদিকে , জামাত-শিবির তাদের নৈতিক কারণে পাকিস্তানের পক্ষে যুদ্ধ অংশগ্রহণ করলো , কারণ পাকিস্তানের পা চেটে দালালি করে তো আর বাংলাদেশের পক্ষ নেওয়া যায় না । তাছাড়া তারা বাংলাদেশের পক্ষে যারা যুদ্ধ করতেছে তাদেরকে নাস্তিক , ইসলাম বিরোধী আক্ষা দিল । ইসলামকে বাচানোর জন্য তারা পাকিস্তানের পক্ষে সবাইওকে থাকার জন্যেও দাবি জানালো । এখন একজন মুসলিম মেঙ্গো পাবলিক হয়ে আপনি কি করবেন ! ইসলাম বাচানোর জন্যে নাস্তিক নিধনের নামে নিজের দেশপ্রেম বিসর্যন দিয়ে , পাকিস্তানের পক্ষে যুদ্ধ করবেন ??? না , দেশপ্রেমের সাথে নিজের ঈমাণ অটুট রেখে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করবেন ??? আপনি প্রকৃত মুসলমান হলে অবশ্যই বাংলাদেশের পক্ষে যুদ্ধ করবেন । আর আপনার ভেতরে ধর্মীয় গোড়ামীর কু-শিক্ষা থাকলে পাকিস্তানের পক্ষ নিতে পারেন ।

তাই যারা শাহবাগের আন্দোলনকে নাস্তিকবাদী , বামপন্থী ইত্যাদি বলে বিভ্রান্ত হচ্ছেন , তাদের কাছে একটা অনুরোধ দয়া করে নিজের গোড়ামী দূর করে ৭১ এর চেতনা গ্রহণ করুণ । দেশটা আমাদের সবার । সবাই মিলে আন্দোলন গড়ে জামাত-শিবির প্রতিহত করুন । বিজয় আমাদের হবেই হবেই । নতুন বিজয়ের সূর্য আমরা দেখবোই ।

জয় বাংলা . . . . . . . . . . . . ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।