সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।
কৈশোরের স্বপ্ন!!! ভুলেছি তোমাকে আমি
কৈশোরের স্বপ্ন!!! ভুলেছি তোমাকে আমি
শতবার ভুলেছি, প্রতিবার স্মরনের পর।
প্রতিবার বকুল বনে ফাগুন আসার পর
হৃদয় গহনে দোলা দিলে , ভুলেছি আবার।
ঘনঘোর বরষায় আকাশ তিমিরাচ্ছন্ন হলে
স্মরনের পাড়ে উঁকি দিলে ফের, ভুলেছি।
শরৎ গগনে শুভ্র কাশ ফুল মেঘ উড়ে উড়ে
যদি ফিরে, তুমি মনে এলে, ভুলেছি আবার।
বসন্ত বরষা শরৎ আসে ফিরে, বৃত্ত-বন্দি
জীবনে বার বার, তেমনই আসে সেই স্মৃতি।
কৈশোরের স্বপ্ন!!! ভুলে যাই তাকে প্রতিবার
ভুলে যেতে হয়, মহাকালের পুরনো সে রীতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।