কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি
তোমারে ভজনা করি, করি আরাধনা
তোমার কারণে যতো পূজা-অর্চনা।
তুমি তো গায়েব বিভু আলো নিরাকার
অরূপ রূপের তুমি একক আধার।
মাটির পুতুল আমি আকারের দোষ
আজন্ম খুঁটে খায় মগজের কোষ।
অরূপসাগর মাঝে দিই যতো ডুব
রূপের ধাঁধা পড়ে হই বেয়াকুব।
মজবুব দিল আজ অতীব নাজুক
উন্মুখ ভাবাবেশে দেখি যার মুখ
সে কি তুমি? না আমার স্বীয় কল্পনা
এঁকেছে তোমায় ভেবে নিজ আল্পনা?
ভাবের কাবায় দেখি ভরাপূর্ণিমা
মেহরাবে রওশন নূরের প্রতিমা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।