আমাদের কথা খুঁজে নিন

   

নূরের পরিবেশে-১,

" আজকে উমরপন্থী পথিকের দিকে দিকে প্রয়োজন---পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপন। ঊষার রাতের অনাবাদী মাঠে ফলাবে ফসল যারা,দিক- দিগন্তে তাদের খুজিয়া ফিরিছে সর্বহারা..…।


আজ থেকে প্রায় অনেক বছর ধরে নিয়মিতভাবে টংঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় ঈমানী মিলন মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
সারা বাংলাদেশ সহ সমগ্র পৃথিবী থেকে এখানে এসে অনেক মুসলমান জমায়েত হয়। সেখানে তারা ভিবিন্ন দিক দিয়ে ঈমানী আলোচনা-মুজাকারা ইত্যাদি করে।

তিন দিন পর আখেরী মুনাজাতের মাধ্যমে তা শেষ হয়। সেখানে বাংলাদেশ,পাকিস্তান,হিন্দুস্থানের মুরুব্বীরা বয়ান করেন। যারা ঊর্দুতে করেন তাদেরগুলো আবার বাংলায় তরজমা করে দেয়া হয়। আর বিদেশীদের বিভাগে তাদের নিজ নিজ ভাষার মুতারজিমরা অনুবাদ করে দেন।
লৌকিকতা আর চাকচিক্যহীন এই ঈমানী মজলিসটি খুব বিস্ময়কর এবং উপভোগের।


বিশ্বের প্রায় সকল গণমাধ্যমে ইজতেমার খবর গুরুত্বপূর্ণ হিসেবে স্থান পায়। আমাদের দেশের পারায় সকল টিবি চ্যানেলে ইজতেমার আখেরী দুআ এবং ভিবিন্ন অংশ সরাসরি সম্প্রচার করে।
আগে ইজতেমাটি এক পর্বে অনুষ্ঠিত হলেও,মুসল্লিদের সমাগম বাড়তে থাকায় এখন তা দুই পরেব অনুষ্ঠিত হয়..…… চলবে..…

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.