Khan IT Source
প্রখর রোদ!
নির্গত নিমজ্জিত ঘামে উষ্ণ প্রহর
ভাবনা গুলো পুড়িয়ে মেঝেতে লুটছে
ছাই হয়ে গড়িয়ে গড়িয়ে এপাশ-ওপাশ।
নির্গত নিমজ্জিত ঘামে উষ্ণ প্রহর
ভাবনা গুলো পুড়িয়ে বাতাশে উড়ছে
ধোয়া হয়ে ছড়িয়ে ছাড়িয়ে চার-পাশ।
বোধের হাত-পা বাঁধা অস্তিত্ববনস্বরে
রোদের পিঠে আঁকা বিরক্তির অপরনাম.................
ভাবনার এপাশে শেষ বিকেলটা এসে দারিয়ে আছে অপেক্ষায়
সে ঘুম ভেঙে আলত পায়ে সরল দৃষ্টি মেলে চেয়ে আসবে.......
জলজ জীভটা চেটে রাতের ঠোতে চূরুট জ্বালাবে সহর,
সে আলো নিভে দিয়ে অন্ধকারের চাহিদা মেটাবে নিরব নিসারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।