এখানে বিনামূল্যে বিশ্ব-বিখ্যাত মাইন্ড বৈজ্ঞানিক দ্বারা মাইন্ড রিলেটেড এনি প্রবলেম অতি যত্ন সহকারে সলভ করা হয় ।
--“আমি”র বৃত্তান্ত--
আমি এক বিরাট শিশু
পৃথিবীর সব শিশুদের হাসি , আমার খুশী
পৃথিবীর সব প্রেমিকের উদারতা- আমার বিশালতা
মহাবীরদের আত্মবিশ্বাস- আমাতেই বিশ্বাস
ক্রোধ আমার বজ্র হয়ে ফেটে পরে- বৃষ্টির কোমলতায় ঝরে আর ঝরে
পৃথিবী আমার ঘর , সুর্য এ ঘরের বাতি
প্রশান্ত , আটলান্টিক- আমার ছোট্ট একোরিয়াম
আমাজান সুন্দরবন- আমার বাগান
কাশ্মীর সুইজারল্যান্ড- আমার ফুলের তোরা
দক্ষিনমেরু উত্তরমেরু- আমার এসি রুম
সব পাখিদের ডানায় আমার উড়া উড়ি
মানুষতো আমার প্রিয় পোষা পাখি
মেলা , উতসব আর শিশু পার্ক আমার খেলার ময়দান
এয়ারপোর্ট গুলোতে রাখি আমার খেলনা প্লেন
ষ্টেশনে রাখি আমার খেলনা ট্রেন
মহাবিশ্ব ব্রম্মান্ড আমার শরীর
অঝর ধারায় আমি সেরে নেই স্নান ,
আমার ছোয়ায় সব তরতাজা শৈল্পিক
আমি চলে গেলে হয়ে যায় সব বিষন্ন ম্লান
হৃদয়ছোয়া গানগুলো- আমার কথা বার্তা
নির্জন নিরাবতা- আমার ভাষা
গ্রামের ফুরফুরে বাতাস- আমার শ্বাস প্রশ্বাস
ইচ্চারা আমার দাসানুদাস , কারন আমিই যে মহাশক্তিধর “প্রেম”
আমিই আনন্দ , অথচ “মন” আমার থেকে মুখ ফিরিয়ে “চিন্তা পোকার” সাথে করে বসবাস
-
--কর্মফল--
যতই উত্তেজিত ততই ব্যাথিত । যতই স্বাভাবিক , ততই আনন্দ
যতই তুলনা , ততই বেদনা ।
“আমি”ই সব
সবাই কে নিয়েই আমার সুখ
অথচ যতই আত্মকেন্দ্রিক , ততই ছোট মন
আর যতই ছোট মন , ততই দুঃখ কষ্ট ।
-
--পরমের মরম—
মনের প্রশ্নঃ
কী স্বাধীন চেতনা সমৃদ্ধ ! কী মজাদার সংযোগ !
প্রতি দমে আশীর্বাদের অঝরধারা
যে গড়েছে এমন পৃথিবী সে কতনা সুন্দর !
কে সেই সুন্দরতম ? কোথায় সে ?
উত্তরঃ
“আমি”ই সে
“আমি”ই হচ্ছি তুমি
ও মন ! তোমার হৃদয়ে “প্রেম” আমি করি বসবাস ।
-
-- দ্বন্দ মুক্তির গান --
মাথায় পানি ভর্তি কলস , পাহাড়িয়া বধূ হেটে যায় মেঠো পথ
মনোযোগ না রাস্তায় , না হাটায়
মূল মনোযোগ- কলসে
মাঝির মনোযোগ না বৈঠায় , না নৌকায়
মূল মনোযোগ- নদীতে
তেমনি-
মনোযোগ- না ছোট না বড়তে , না কোমল , না কঠিনে । মূল মনোযোগ- বিশালে
মনোযোগ- না “বিশেষে” , না “কিছু”তে । মূল মনোযোগ- “কিছুই না” তে
মনোযোগ না কামনায় , না স্বার্থে । মূল মনোযোগ- প্রেমে
মনোযোগ না দুখে , না সুখে । মূল মনোযোগ- শিশুর হাসিতে
মনোযোগ না চিন্তায় , না কাজে ।
মূল মনোযোগ- শিশুর অচেতনে
মনোযোগ না শরীরে , না মনে । মূল মনোযোগ- অসীমে
মনোযোগ- না আমাতে , না তোমাতে । মূল মনোযোগ- সমগ্রে
মনোযোগ- না দেওয়াতে , না পাওয়াতে । মূল মনোযোগ- আশীর্বাদে
মনোযোগ- না প্রকাশ্যে , না গোপনে । মূল মনোযোগ- স্বচ্ছতায়
মনোযোগ- না ধনে , না নির্ধনে ।
মূল মনোযোগ- সদা তৃপ্তিতে
মনোযোগ না বাধনে , না সীমায় । মূল মনোযোগ- খোলা মেলায়
মনোযোগ না অতীত , না ভবিষ্যতে । মূল মনোযোগ- এখনে
মনোযোগ না ওখানে , না সেখানে । মূল মনোযোগ- এখনে
মনোযোগ- না দোষে , না গুনে । মূল মনোযোগ- সম্মানে
-
--নিশ্চিহ্নের ঘুম--
সব বন্ধ করে দাও
ছেড়ে দাও নিজেকে , পরে যেতে দাও মহাশুন্য থেকে ধরনীর এই কোমল বিছানায়
হারিয়ে যাও , ভুলে যাও সব কিছু - এমনকি নিজেকেও
-
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।