কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি
ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি গত সপ্তাহে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন বাতিল এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে নুতন নির্বাচনের আদেশ দেয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়ে নয়তো সেখানে সহিংসতা বাড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজ ওয়েবসাইট হাফিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে এবাদি বলেন, ইরানে সৃষ্ট প্রবল বিক্ষোভ দমনের অন্যতম পদক্ষেপ হলো 'নির্বাচন বাতিল ঘোষণা'।
তিনি বলেন, 'আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে নতুন নির্বাচন হওয়া উচিত। '
গত সপ্তাহে ইরান অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আহমাদিনেজাদ পুনঃনির্বাচিত হওয়োর পর সেখানে সৃষ্ট প্রতিবাদ বিক্ষোভে অন্তত সাত জন মারা যায় এবং সারাদেশে কয়েক শ' লোককে গ্রেফতার করা হয়।
পরাজিত প্রার্থী মির হোসেইন মুসাভি নির্বাচনী ফলাফলের বিরোধিতায় তার অবস্থানে অনড় রয়েছেন।
আইনজীবী ও মানবাধিকার কর্মী শিরিন এবাদি বলেন, নির্বাচনটি ত্রুটিপূর্ণ। কেননা, এতে অধিকাংশ ভোটকেন্দ্রে মুসাভির এজেন্টদের উপস্থিত থাকতে দেয়া হয়নি। এ প্রসঙ্গে তিনি 'অনেক ব্যালট বক্সে জালিয়াতি'র অভিযোগের কথা উল্লেখ করেন।
আগের নির্বাচনে আহমাদিনেজাদ ১ কোটি ৪০ লাখ ভোট পেয়েছিলেন উল্লেখ করে এবাদি বলেন, কিন্তু এবার তারা নজিরবিহীন ঘোষণা দিয়েছেন যে তিনি ২ কোটি ৪০ লাখ ভোট পেয়েছেন।
এবাদি বলেন, 'তেহরান ও অন্যান্য নগরীতে লাখ লাখ লোক নির্বাচনের ফলাফলের প্রতিবাদে রাস্তায় নেমে আসার ঘটনা থেকে এটা পরিস্কার যে আহমাদিনেজাদের ২ কোটি ৪০ লাখ ভোট প্রাপ্তি সঠিক হতে পারে না।
'
প্রবল আন্দোলনের মুখে ইরান কর্তৃপক্ষ অভিযোগ তদন্ত ও আংশিক ব্যালট পুনর্গণনার আদেশ দিয়েছে। তবে এবাদি বলেন, এটা যথেষ্ট নয়।
তিনি বলেন, 'ইরানে শান্তি স্থাপনের সবচেয়ে উত্তম সমাধান হলো নির্বাচনের ফলাফলের প্রতিবাদ জানানোর কারণে গ্রেফতারকৃত ও জেলে দেয়া প্রত্যেক ব্যক্তির নিঃশর্ত মুক্তি দেয়া।
এবাদি বলেন, এসব শর্ত মানলে ইরানে হয়তো শান্তি ফিরিয়ে আনা সম্ভব। নয়তো সহিংসতা আরো বাড়ার প্রবল আশংকা রয়েছে।
Click This Link
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।