আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের পোস্টের বন্যায়, ভেসে যাক .............

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

আমি যখন লেখাটি লিখছি তখন মনটা চরম খারাপ। সামুতে এত জঘন্য মন্তব্য নিয়ে কোন পোস্টকে লটকে থাকতে দেখিনি কখনও। মডারেটর ভাইরা কি আজকে ছুটিতে ? প্রথমত, একজন সম্মানিত ব্যক্তির নামে সে কতগুলো গুরুতর অভিযোগ করেছে। ডা. জাফর ইকবাল কোন ফেরেশতা না, উনিও মানুষ। উনি যদি কোন দুর্নীতি করে থাকেন, তার জন্য দুদক আছে, আদালত আছে।

সোজা মামলা করে দেন। কোন প্রতিষ্ঠানে দুর্নীতি কেউ এককভাবে করে না - বিশেষত নিয়োগের ক্ষেত্রে কারও একক সিদ্ধান্ত চলে না। যদি দুর্নীতি হয়েও থাকে, তবে সেটা প্রাতিষ্ঠানিকভাবেই হয়েছে। সেটা তো তদন্ত করলে খুব সহজেই ধরা পড়ে যাওয়ার কথা। কিন্তু জাফর ইকবালকে নিয়ে অনর্থক ব্লগে কুৎসা রটনা করা মহা অন্যায়।

তার বিরুদ্ধে এত কুৎসা রটনা না করে সরাসরি মামলা করে দিলেই তো হয়। যদি উনি অপরাধী হয়ে থাকেন, তার বিচার করবে আদালত, আমরা না। যাক গে, এখন বোধহয় কোন মডারেশন নাই। আসেন আমরাই দায়িত্ব নেই। সবাই একটা একটা করে পোস্ট দেই যাতে করে আমাদের সবার পোস্টের অনেক নিচে চাপা পড়ে যায় সেই নোংরা পোস্টটি।

আমাদের পোস্টের বন্যায় ভেসে যাবে সে। আর সে যদি কোন নতুন পোস্ট দেয়। আমরা তাকে বয়কট করব। সে আমাদের সমাজের কেউ না। এই রকম নোংরা মনের কোন মানুষ আমাদের সমাজভুক্ত হতে পারে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.