আমাদের কথা খুঁজে নিন

   

একটি অপ্রয়োজনীয় পোষ্ট।।

Honesty is an expensive thing, Don't expect it from cheap people...

(শুরুতেই বলে নেই কেন অপ্রয়োজনীয় সেই ব্যাখ্যা দিব না। ) প্রতি সপ্তাহে পাঁচ দিন আশুলিয়া-উত্তরার রাস্তায় চলতে হয়। প্রতি দিন চোখে পড়ে; আব্দুল্লাহপুরে পৌছে ভুলে যাই। এভাবেই চলছে। তুরাগ নদী।

ঢাকা এসেছি ১৯৯৭ এ। বারো বছর হয়ে গেল। কি নদী ছিল, অথচ এখন কেমন! নতুন সরকার এসেছে, এক মাসও পার হয়নি। বালি ভরাট করে আবারো দখল। এবার মনে হয় পণ করেছে সবাই, কত দ্রুত কত বেশী দখল - এই প্রতিযোগিতা চলছে তাই।

কে দেখবে, কে বুঝবে...। আমরা ব্যস্ত শু.... খোয়ারের সামনের সারিতে একটি আসন বাড়ানো আর কমানো নিয়ে। আমরা ব্যস্ত কার ক'টি মামলা প্রত্যাহার করা যায় সেই নিয়ে। আরও কত্ত কি! আমি আছি আমার সমস্যা নিয়ে। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.