তাঁরা ফ্যাশন জগতের তিন ধারার তিন কর্মী। তিনজনের কাজের সমন্বিত রূপ ট্রায়ো। পোশাক, সাজ আর ছবি—তিনটাই তো সমান গুরুত্বপূর্ণ গ্ল্যামারের দুনিয়ায়। এরই মেলবন্ধন দেখা গেল ঢাকার দৃক গ্যালারিতে ‘ট্রায়ো’ শিরোনামের প্রদর্শনীতে।
ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিনের পোশাকে মডেলদের সাজিয়ে তুলেছেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন।
আর সেসবেরই নানা ছবি তুলেছেন রফিকুল ইসলাম। সেই ছবিগুলো নিয়েই ম্যাগাজিন লুক-এর আয়োজনে হয়ে গেল এই প্রদর্শনী। ২০ থেকে ২২ মে পর্যন্ত চলেছে এটি।
আফরোজা পারভীন বলেন, ‘সৌন্দর্য দুই ধরনের। একটি কৃত্রিম আর অন্যটি প্রাকৃতিক।
আমরা চেষ্টা করেছি কৃত্রিম সৌন্দর্যটা কত সুন্দর করে দেখানো যায়। এর মাধ্যমে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি “কৃত্রিম”টাও সৌন্দর্য। ’
শাহরুখ আমিন বলেন, ‘ফ্যাশন সব সময় পরিবর্তনশীল। আমার বিশ্বাস, সেটি পোশাকের ডিজাইনে উঠে এসেছে। বিভিন্ন সময়কে তুলে ধরার জন্য এমন ডিজাইন।
’
আলোকচিত্রী রফিকুল আলম আশা প্রকাশ করলেন, ফ্যাশন জগতে এ ধরনের প্রদর্শনী নতুন মাত্রা যোগ করবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।