আমাদের কথা খুঁজে নিন

   

খেলতে খেলতে সন্ত্রাসের হাতে খড়ি

সুন্দর সমর

রাস্তার কুত্তাকে অনর্থক লাত্থি বা ইট মারার অভ্যাসে দোষের কিছু আছে বলে আজ আর মানি না। দুধে মুখ দিয়েছে এমন সন্দেহে বিলাইয়ের গায়ে ঢেলে দেয়া যায় গরম পানি। মুরগী কিনে পা ধরে ঝুলিয়ে ঘরে ফিরে, স্বাদু গোশতের কল্পনা মনে করতে করতে! মুরগীর কষ্ট হচ্ছে কি? দুশ শালা! ও রকম আতেলীয় ভাবনায় গুল্লি মারি। জবাই করার আগে গরু বা ছাগলতে একটুও আরামে রাখি না। দেখেন কা কেমন পেটাতে পেটাতে গরু-মহিষের পালকে নিয়ে যায় হাটে।

কেউ এসব দেখে না। দেখে না। আইন নাকি আছে। তবে তার শেষ প্রয়োগ কবে হয়েছিলো ইতিহাস তার জবাব দিতে পারবে না। প্রাণী ক্লেশ বন্ধ কর এ কথা বলার কেউ নেই।

আমিও মাথা ঘামাই না। হয়ত এ ভাবেই আমাদের পোলাপানরা খেলতে খেলতে সন্ত্রাসের হাতে খড়ি পেয়ে যায়। প্রাণীর অধিকার মানার দরকার নেই। দরকার নেই দুর্বলের অধিকার মানার। জোর যার জামানা তার।

চালাও কুত্তার গাড়ি, জোরে হাকাও!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.