আমাদের কথা খুঁজে নিন

   

একটি আকুল ব্যাকুল আবেদন আবেদন (রম্য)

যে কথা বলা হয়নি............. হয়তো কোন ভয়ে, অস্বস্তিতে, কোন বিধিনিষেধের বেড়াজালে। তেমন কিছু কথাই বলতে এসেছি।

একটি আকুল আবেদন আবেদন (রম্য) বরাবরে, মাননীয় বিদ্যুৎ (বিদ্রুপ ) মন্ত্রনালয়, ঢাকা। জনাব, যথাবিথীত বিনীত ও ঘর্মাক্ত নিবেদন এই যে, আমরা অধম নাখান্দা নালায়েক দেশবাসী আজ আপনার দরবারে তব চরণ ধরিযা বিনীত আর্জি নিয়ে ঝাপিয়ে পরলাম। আমাদেরকে কি দয়া করে আরো সিদ্ধ করবেন নাকি এবারের মতো ছেড়ে দেবেন।

যদি দযাপরবশ হইয়া মুক্তি দেন তবে কৃতার্থ হই। বিদ্যুতের নাকি বিদ্রুপের এতো বার আসা যাওয়া করে যে মনে হয় দেশে বিদ্যুত কেন্দ্র আছে নাকি বিদেশ থেকে রিলিফের বিদ্যুৎ আসে বুঝতে পারিনা। যে অবস্থা মনে হয় বিদ্যুৎ কেন্দ্র এর টারবাইনগুলো মানুষে হাতে ঘুরালেও মনে হয় এর চাইতে বেশী বিদ্যুৎ পাওয়া যাবে। দেশে যে বেকার সমস্যা তাতে হাতে হাতে বিদ্যুৎ টারবাইন ঘুরালে কিছু লোকের কর্মসংস্থানও হবে আর বিদ্যুৎ ও পাওয়া যাবে। মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রি আমার উপরোল্লিখিত প্রস্তাব টি আপনার সহৃদয় বিবেচনার জন্য উপস্থিত করিলাম।

বিনীত নিবেদক- বাংলাদেশের ১৫কোটি মানুষের পক্ষে জনৈক অধম নালায়েক নাখান্দা দেশবাসী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.