আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমিকা বাড়ীও ঠিক প্রেমিকার মতো শিহরণ জাগায়



কী আশ্চর্য ক্ষমতা তোমার প্রেমে টেনে টেনে রাখে বলয়ের মাঝে তার-ই, নিজের বাড়ীতে অনুভূতি নেই আমার শিহরণ দেয়, প্রেমিকা তোমার বাড়ী। যে পথ গিয়ে তোমার বাড়ীতে থামে অথবা যে পথ গেছে তোমার বাড়ীটা ঘেঁষে, সে পথে ছড়ানো ধুলোয়ও শিহরণ আছে যেখানে আমার দিনরাত আজ মেশে। তোমার বাড়ির সামনের সেই পুকুর তার ব্যাপকতা বুঝবে কী বলো কেউ? শান্ত পুকুরও আমার এ বুক জুড়ে তাকালেই তোলে কী যে ভয়ানক ঢেউ। এ সকল কিছু টের পাও না ও মেয়ে, পথে ফেলে হায় অবাক তোমার যাওয়া, দেখো না আমার বুকে নিয়ে ফেরা ঝড় ছোঁয় না তোমায় কখনো ঝড়ের হাওয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।