আমাদের কথা খুঁজে নিন

   

লোকের পিণ্ডি ভূতের ঘাড়ে



টেলিফোনের বিল দিয়ে যায় টেলিফোনের লোকে; তা নিয়ে কেউ রাগ করেনা কেউ মরে না শোকে। যখন তখন ডেড হয়ে যায় চুল ছিঁড়ে সেই রাগে; তারপরও সে বিল দিতে যায় লাইনে দাঁড়ায় আগে ! কিন্তু যদি বিলের টাকা ঠেকে লাখের ঘরে; সবাই মিলে এক পলকে ভূতকে আছর করে ! 'ভূতুড়ে বিল' 'ভূতুড়ে বিল' জপতে থাকে লোকে ! বিনাদোষে কলঙ্কিত ভূতরা কপাল ঠোকে ! লোকের পিণ্ডি ভূতের ঘাড়ে চক্ষুবুঁজে নামায় ! মানুষ মহাশক্তিশালী মানুষকে কে থামায় ? নিরপরাধ ভূতরা কাঁদে ভূতুড়ে চিৎকারে ! যতোই বলে 'ছাড়না বাবা' মানুষ কি আর ছাড়ে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।