আমাদের কথা খুঁজে নিন

   

রোমাঞ্চকর সন্ধ্যা

সব ক'টা জানালা খুলে দাওনা...

গতকাল বিকেল থেকেই আকাশে কালো মেঘ দেখে বৃষ্টির আভাস পেয়ে ভালো লাগছিলো। সেই শীতের শুরু থেকে ধুলো খেতে খেতে দিন গুনছিলাম কবে একটু বৃষ্টি হবে। ৬ টার একটু আগে বের হলাম অফিস থেকে। পল্টন মোড় থেকে লাফিয়ে উঠলাম বন্ধু পরিবহনের এক গাড়ীতে। কালো মেঘের মাঝে তখন বিদ্যুৎচমক।

বেশ ক'বার এত জোরে বিদ্যুৎ চমকালো যে ভয় পেয়ে গেলাম। মনে মনে হিসেব কষছি বৃষ্টি নামার আগে বনশ্রীতে বাসায় পৌঁছাতে পারবো কিনা। কোথায় কি! মৌচাক আসতেই শুরু হয়ে গেলো বৃষ্টি। তো নামলাম রামপুরা টিভি সেন্টারের সামনে। রিক্সার জন্য ছুটোছুটি করে একটাও ঠিক করতে পারলাম না।

তখন মীকাইল সাহেব খেল শুরু করলেন। ইটা মারামারি খেল। সঙ্গী সাথী নিয়া সে কি উন্মাদনা! গায়ে মাথায় কয়েকটা ঠুসা খেয়ে একটা ঝুপরি চায়ের দোকানে আশ্রয় নিলাম। টাক মাথার কয়েকজনকে দেখলাম মাথা ঘষতে ঘষতে সেখানে আশ্রয় নিতে। ইট খেলা, সাথে ছবি তোলা চলছে তো চলছেই।

ঠায় দাঁড়িয়ে আছি থামার জন্য। এদিকে মাথার উপরে টানানো চালা থেকে পানি গড়িয়ে জামা কাপড় ভিজে শেষ। এর মধ্যে দেখলাম লোকজনের মধ্যে এতটুকু বিরক্তির ভাব নেই। কেমন যেন একটু ফূর্তি ফুর্তি ভাব মনে মনে হাসলাম, আমরা পারিও বটে। হঠাৎ হিমু হইবার সাধ জাগিলো মনে।

ধরিলাম হাঁটা বাসার পানে। আহ! কী ঠান্ডা পানি। কত্তদিন পরে শ্রাবণ ধারায় ভিজিলো তনুমন


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.