আমাদের কথা খুঁজে নিন

   

রোমাঞ্চকর



রোমাঞ্চকর _________ রোমাঞ্চকর বেঁচে থাকার সকল আলোচনা, ফুরিয়ে গেছে। নিজের বলতে কিচ্ছুটি রইলনা। বর্তমানটা মাসুদ রানার। আর আগামী কাল? বিনাদ্বিধায় দখল নিলেন জাফর ইকবাল। যত্ন করে খুব লুকিয়ে রাখি প্রত্যেকদিন নিশ্বাসের বায়ু মাথার কোষে প্রবল মাখামাখি সুন্দরের যতটা পরমায়ু! পৃথিবীময় ষড়যন্ত্রের জালে তোমার সঙ্গে দেখা হচ্ছে আড়ালে আবডালে। কখনও তুমি শত্রুপক্ষ, কদাপি প্রিয় সখি। আমাকে খুন করেও তুমি কাঁদছ কেন? ও কি? তোমার বুকের কাঁটা সমেত গোলাপ ছুঁতে আমি দৌড়ে গেছি, আলোর চেয়ে তখন দ্রুতগামী। মাত্রাবিহীন সেই ঠিকানা সহজে নয় লভ্য চার মাত্রায় জটিলতম চূড়ান্ত গন্তব্য উধাও হতে হতে মুখ ঢেকেছ কল্পভবিষ্যতে। গোপন সব ওয়ার্মহোলের ওধার থেকে এধার মহড়া নিই তোমার তুখোড় কপোট্রনিক মেধার! তারপরে কি? কিচ্ছুটি নেই জানা! সেসব জানেন ইকবাল স্যার, আর মাসুদ রানা ... ---------------------------------------------------- * বলাই বাহুল্য যে, শ্রদ্ধেয় লেখক মুহম্মদ জাফর ইকবাল স্যার দারুণ ভাবে বাস্তবের আর মাসুদ রানা কল্পিত চরিত্র ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.