বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
প্রখ্যাত মার্কিন লেখক Ernest Hemingway বলিয়াছেন: All thinking men are atheists. হায় হায়! Hemingway ইহা কি বলিলেন!!! চিন্তাশীল মানুষমাত্রই কাফের। অথচ, মানুষমাত্রই নিজেকে চিন্তাশীল বলিয়া পরিচয় দিতে আগ্রহ বোধ করে। তাহা হইলে? এবং দেখিলাম মার্কিন সাংবাদিক Joan Konner বলিয়াছেন:The reason there are so many opinions is that no one knows the Truth.
এই উক্তির মর্মাথ উপলব্দি করিয়া আমার শরীর শিহরিয়া উঠিলেও এই উক্তির
সত্যমিথ্যা লইয়া আমি কোনও প্রকার মন্তব্য করিব না।
বরং আমি বলিব: সভ্যতায় দ্বীনি পুস্তক যেমন রচিত হইয়াছে -তেমনি বে-দ্বীনি পুস্তকাদিও বিস্তর লেখা হইয়াছে। তবে আমাদের দেশে দ্বীনি পুস্তক এর সংখ্যা বে-দ্বীনি পুস্তকের তুলনায় অধিক। ইহা ভীষন রকম অন্যায় বলিয়াই মনে হয়। ইহা কিছুতেই গনতান্ত্রিক নয়-বরং ইহা এক প্রকার স্বৈরাচারই বটে। কেননা, একুশ শতকের তরুণ প্রজন্ম (যদ্দুর বুঝবার পারি) ঠোঁট কামড়াইয়া সংযমী থাকিয়া পূন্য অর্জন করিয়া কেবল বেহেস্তেই যাইতে চাহে না-ইহারা হলিউডি মুভির (যেমন, ম্যাট্রিক্স) আশু প্রতিক্রিয়ায় খোদানির্মিত নরকদোযখেও ঢুঁ মারিয়া দেখিয়া লইতে আগ্রহী।
বাহবা। কাজেই কেবল দ্বীনি নয়-ইহারা যাবতীয় বেদ্বীনি পুস্তকের খোঁজ খবর লইতেও আগ্রহী। কাজে কাজেই যুগের খাতিরে সেই রকম একখানা অতিশয় বে-দ্বীনি পুস্তকের ফ্রি ডাউনলোড লিংক দেওয়া হইল।
Click This Link
উল্লেখ্য, বে-দ্বীন পুস্তকাদি পাঠ করিলেই কেহ বে-দ্বীন হইয়া যায় না, বরং কাফেরগনের অসার (!) যুক্তি পাঠ করিয়া দ্বীন মজবুত হইবার সম্ভবনা থাকে। তথাপি এই দেশে একশ্রেণির দ্বীনি মহল কর্তৃক বে-দ্বীন পুস্তকাদি ও তসলিমা নাসরীনের উপর ব্যপক আক্রোশ অন্যায্য বলিয়াই বোধ হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।