একের পর এক যে ভাবে আমরা দূর্ঘটনায় আক্রান্ত হচ্ছি তাতে মনে হচ্ছে আমাদের দেশের উপর সৃষ্টিকর্তার অভিশাপ নাজিল হচ্ছে। এখন আমাদের উচিত সবাইমিলে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়া এইসব অভিশাপ থেকে মুক্তির জন্য। এই জন্য একটি নির্দিষ্ট দিন ঠিক করে সারাদেশে একই সময় দোয়ার আয়োজন করা দরকার, যা টিভি ও রেডিও এর মাধ্যমে প্রচার করলে সারা দেশের মানুষ একই সময় এই দোয়ায় অংশ গ্রহন করতে পারবে। দয়া করে এটিকে কোন ধর্মীও ঘোড়ামি ভাববেন না, এটা ধর্মীও চিন্তা থেকে বলছি।
আর পারছিনা সহ্য করতে, কোনদিকে যাচ্ছি আমরা? কারা এসব ঘটাচ্ছে? বা কেন আমাদের সাথে এসব ঘটছে? এসবের পিছনে কি কারন? আর কি কিছু ঘটতে যাচ্ছে কিনা? কোনটা ও কতকিছু নিয়ে ভাববেন আপনি?ভাবনার কতটুকু ক্ষমতা সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন? আমাদের অর্থনীতির কি করুন অবস্হা, তার উপর এক একটি ঘটনার কারনে কতটুকু ব্যবসা ধস নামে আমাদের মত ছোট ব্যবসায়ীরা যতটুকু টের না পাই, বড় ব্যবসায়ীরা তার চেয়ে অনেক বেশী টের পান। অর্থনীতিতো এমনই ১২ টা বেজে আছে তার উপর বিষ পোড়ার মতো একটার পর ঘটছে একটা ঘটনা এবং সাথে আরও কত কিসুর যে ১২ টা বাজছে তা মনে হয় সবাই কম-বেশী বুঝি। এই সময় একমাএ সৃষ্টিকর্তাই পারেন আমাদের উদ্ধার করতে। আসুন না সবাই মিলে দোয়া নিজের জন্য ও সবার জন্য......... আমাদের সবাই কে যেন সৃষ্টিকর্তা ক্ষমা ককে দেন এবং ভাল ও সুস্হ রাখেন।
সবাই ভাল ও সুষ্হ থাকুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।