জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন ও প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের সামনে নৌকা মার্কায় ভোট চেয়েছিলেন জামালপুরের ডিসি দেলোয়ার হায়দার। সেই ডিসিসহ আরো পাঁচ জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করা হয়েছে। এসব পদে নতুন কর্মকর্তাদের ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।
জানা যায়, গত ১৭ অক্টোবর জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন ও প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামালপুরের ডিসি দেলোয়ার হায়দার সামনে নৌকা মার্কায় ভোট চেয়েছিলেন। এতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেলে ব্যাপক সমালোচনার জন্ম নেয়।
পরদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের মহাসমাবেশে বিরোধীদলী নেতা খালেদা জিয়া একটি পত্রিকার সংবাদের উদ্বৃতি দিয়ে বলেন, জামালপুরের ডিসি নৌকায় ভোট চাইলেন। এ প্রশাসনের অধীনে কিভাবে নিরপেক্ষ নির্বাচন হবে? এরপর টিভি টকশোগুলোতে এ নিয়ে সমালোচনার ঝড় উঠে। তারপরও সরকার কোনো ব্যবস্থা নেয়নি।
অবশেষে ঘটনার প্রায় একমাস পরে সোমবার তাকে প্রাইজ পোস্টিং দিয়ে জামালপুরের ডিসি দেলোয়ার হায়দারকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়।
এছাড়া নোয়াখালীর ডিসি সোহেল ইমাম খানকে সাভারের বিপিএটিসি'র পরিচালক পদে, নীলফামারীর ডিসি এস এম মাহফুজুল হককে তথ্য ও প্রযুক্তি অধিদফতরের পরিচালক পদে ও মুন্সিগঞ্জের ডিসি সাইফুল হাসান বাদলকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক পদে বদলি করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে ভোলার ডিসি খন্দকার মোস্তাফিজুর রহমানকে নোয়াখালীর ডিসি পদে, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেনকে ভোলার ডিসি পদে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক মোহাম্মদ মোহসিন চৌধুরীকে জামালপুরের ডিসি পদে, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলামের একান্ত সচিব সেলিম রেজাকে নীলফামারীর ডিসি পদে ও সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ পরিচালক শাহাবুদ্দিন খানকে মুন্সিগঞ্জের ডিসি পদে বদলি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।