আমাদের কথা খুঁজে নিন

   

কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগের ২ কোটি টাকার কা

কিশোরগঞ্জে গণপূর্ত বিভাগের ২ কোটি টাকার কাজ ভাগবাটোয়ারা হয়ে গেছে। জেলা বিএনপির এক শীর্ষ নেতা এ ভাগবাটোয়ারায় নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, জেলার তাড়াইল উপজেলা ফায়ার সার্ভিস সাব স্টেশন নির্মাণের জন্য সম্প্রতি গণপূর্ত বিভাগ থেকে দরপত্র আহ্বান করা হয়। ১ কোটি ৯০ লাখ টাকার এ কাজে কিশোরগঞ্জের ১৭টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র কেনে। কিন্তু এরই মধ্যে প্রভাবশালী একটি মহল দরপত্র ভাগাভাগি করতে উঠেপড়ে লাগে। তারা বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারদের দরপত্র জমা দিতে বাধা প্রদান করে। ফলে দরপত্র জমা দেওয়ার দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি কেনা ১৭টি দরপত্রের মধ্যে জমা পড়ে মাত্র দুটি। এর আগেই ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্নভাবে অন্য ঠিকাদারদের ম্যানেজ করা হয়। আর এ ভাগাভাগিতে জেলা বিএনপির এক শীর্ষ নেতা নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কিশোরগঞ্জে কেনা ১৭টি দরপত্রের মধ্যে দুটি জমা হওয়ার কথা নিশ্চিত করে বলেন, আমাদের ক্যাম্পাসের মধ্যে কোনো সমস্যা হয়নি। দরপত্র জমা দেওয়ার সময় কঠোর নিরাপত্তাব্যবস্থা বজায় ছিল উল্লেখ করে তিনি বলেন, ক্যাম্পাসের বাইরে কেউ সমঝোতা করলে আমাদের করার কিছু নেই। দুটি দরপত্র জমা হওয়ায় কোনো সমস্যা হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, আমরা সাধারণ ঠিকাদাররা আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের প্রভাবশালী মহলের কাছে জিম্মি। শুধু বড় কাজেই নয়, ছোট কাজেও তারা নাক গলান। এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম দরপত্রে সমঝোতার বিষয়ে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, 'আমি নিজেও এশিয়ান এন্টারপ্রাইজের দরপত্র জমা দিতে গিয়েছিলাম। কিন্তু ভালো রেট পাওয়া যাবে না এবং কাজটা সুবিধার হবে না ভেবে জমা দিইনি। অন্যরা জমা দিয়েছেন কি না জানি না।' তা ছাড়া স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলে একটি কাজ পাওয়ার জন্য আমাকে অনুরোধ করেছিল। তার দিকটা বিবেচনা করেই তিনি সরে আসেন বলে জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.