আমাদের কথা খুঁজে নিন

   

টসকেই দুষলেন হোয়াটমোর

দুবাই টেস্টে পরাজয়ের কারণ হিসেবে টস হারকেই দায়ী করেছেন পাকিস্তানের কোচ ডেভ হোয়াটমোর। টসে জিততে না পারায় প্রথমে ব্যাটিং করতে হয়েছে মিসবাহর দলকে। দুবাইয়ের উইকেটে প্রথম ইনিংসে ব্যাটিং করা খুবই কঠিন। উইকেট পেসারদের বন্ধু হয়ে যায়। সে কারণেই প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি পাকিস্তান। মাত্র ১৬৫ রানেই তারা অলআউট হয়ে যায়। তাই দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করেও কোনো লাভ হয়নি। লঙ্কানদের বড় টার্গেট দিতে পারেনি তারা। ১৩৭ রানের টার্গেটে খেলতে নেমে ৯ উইকেটের বড় জয় পায় শ্রীলঙ্কা। সিরিজে ১-০তে এগিয়ে গেল অ্যাঞ্জেলো ম্যাথুজের দল। হোয়াটমোর বলেন, 'এ হারটা সত্যিই দুর্ভাগ্যজনক। টস হারার কারণেই ম্যাচে আমাদের হারতে হলো। প্রথম ইনিংসে ফিল্ডিং করে লঙ্কানরা অনেক বেশি সুবিধা পেয়েছে। কেন প্রথম ইনিংসে পেসাররা ছিলেন ভয়ঙ্কর।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.