আজ অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে আসতে পারলাম কিছু সময়ের জন্য। নিজেকে যেন একটু ফ্র্বেশ লাগছে। চোখ থেকে অবশ্য ক্লান্তির ছাপ মুছে যায়নি। আজ ১৪টা দিন অবর্নণীয় ব্যাস্ততার মাঝে ছিলাম যাহা বলে শেষ করা যাবেনা-- এর মাঝেও সামুতে অতিথী হয়ে গেছি কবার। অল্প কদিন আগে ই সামুতে আগমন এমন বেশি সময় দিতে পারিনা কর্মব্যাস্ততার জন্য।
তারপর ও দেশমাতৃকার সাথে সম্পর্কের বাধন অটুট রাখতে ছুটে যায় এখানে-সেখানে।
বাবা-মায়ের খুব সভ্য সন্তান ছিলাম বলে নাকের নিচে কালো হবার আগে ই দেশত্যাগ করতে হয়েছিলো- একবোঝা দায়িত্ব নিয়ে। আর মৌলিক এবং অলিক কিছু স্বপ্ন নিয়ে। সাথে এনেছিলাম পাথরসম সৃত্বি'র আকা-বাঁকা নঁকশা যা আজো আমার পিছু ছাড়েনা। পূ্র্ণতা পাবার আগেই শুণ্যতা যাকে গ্রাস করে তার আবার চাওয়া পাওয়া? আজ অনেক দিন হলো দেখিনা আমার মা, মাটি, দেশ, লতা, পাতা, বাঁশঝাড়, বাকা হাওড়, এই শিতের সকালে খেঁজুরের রশের মন মাতানো সৌরভ, চারিদিকে শষ্যক্ষেত আরো হাজারো রুপে বেড়ে উঠা আমার প্রিয় "মা" সে যে আমার বাংলা।
জীবন চলার পথে কতনা বাঁধা বিপত্তি আসে, আমরা সব বাধা অতিক্রম করতে পারিনা, কিন্তু জীবন তো থেমে থাকেনা, চলছে তার নিজের গতিতে। এতো কিছুর পরেও যে প্রিয়ার মুখটা একপলকে মনে পড়েনা তা কিন্তু নহে, কিন্তু আজকাল কেন যেন সব কিছু ঝাপসা দেখি! চেনা চেহারাগুলো ও মনে হ্য় বড়ই অচেনা! কেমন পরত্ব ভাব। এখন আর বাংগালী বা মানুষ বলে আমার নিজেকে আমার কাছে মনে হয়না -আমার মনে হয় আমি একজন দোপেয় প্রবাশী। কেন এমন মনে হয় জানিনা-- তবে যে গর্ব করি তা কিন্তু না-- আমার কেন জানি মনে হয় আমি বড়ই বিশ্বাষ ঘাতকতা করেছি আমার "মা" এর সাথে! আমার বংগ মাকে তো আমি অনেক কিছু দিতে পারতাম--- কিন্তু কেনো আমি পালিয়ে আসলাম মায়ের স্নেহছায়া থেকে?
স্বপ্নের তো শেষনাই। কিন্তু এমন স্বপ্নতো কোনদিন ই দেখিনাই যে নিজের স্বার্থে সব কিছু ছেড়ে দিনের পর দিন প্রবাশি হয়ে থাকবো, আর সৃত্বি হয়ে থাকবে আমার ফেলে আসা দিন গুলি! তারপর ও লোভ যে পিছু ছাড়েনা, আসলে কি আমি অনেক লোভী? উত্তর পাইনা খুজে, কেন জানি মনে হ্য় আমিও কিছু করছি আমার দেশের জন্য কিন্তু কেন বিশ্বাষ করতে পারিনা নিজের মনকে?
দীর্ঘ দিন চাকরী চক্রাই পিষছি নিজেকে--- একটু মুক্ত হতে চেয়েছিলাম-- এখন দেখছি আরো বেশি ব্যাস্ত হয়ে পড়লাম- কারণ দায়িত্ব অনেক বেড়ে গেছে মনে হয়- আগের চেয়ে।
আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি আমার দায়িত্ব যথাযথ পালন করতে পারি- কারণ আমার সাথে এখন আরো কিছু বাড়তি দায়িত্ব-- আরো অনেক প্রানিকে মানুষ থেকে প্রবাশী বানিয়েছি! আমি ইনশাল্লাহ আগামী ফেব্রয়ারী থেকে নিজের ব্যাবসা শুরু করতে যাচ্ছি। আপনাদের দোয়া প্রার্থী। ছোট্র জীবনের সব উপার্জন এবং মেধা যেটুকু অর্জন করেছি তাই নিয়ে এক "বন্ধুর"পথ পাড়ি দিতে যাচ্ছি। দোয়া করবেন না আমায়???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।