আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুকে বলছি

জ্ািননা

বন্ধু রে .... কোথায় হারালি বলতো? ইদানিং খুব মনে পড়ে তোকে ছোট্ট বেলার তুমুল ঝগড়া ভুলে ,যেভাবে ফিরতি সেভাবে সব অভিমান ভুলে ফিরবি আর একবার ... জানি আর ফিরবিনা ছোট্ট বেলায় আত্নসম্মানবোধগুলো আজকের মতন এত প্রবল ছিলনা তোর আমারও কি নয় ? তারপর কতটা বদলে গেছিস কতটা নতূনদর্শণ সাথি হলো জীবনের আকেবাকে আছিস তো আগের মতন নাকি ... আমি বেশ বদলে গেছি রে সব বাধন ছিড়ে নিঃশ্বস হয়েছি তাই বুঝি বেশি বেশি মনে পড়ে তোকে কে বুঝবে আমায় তোর মত করে কিছুই ঠিক নেই আমার তাই বলি ফিরবি কি আবার আর একবার ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।