ফার্মগেটের পার্কটিকে কি আর চিনিয়ে দিতে হবে? সবারই একটি অভিজ্ঞতা আছে এটাকে কেন্দ্র করে। এটি আজ মরতে বসেছে।
কুতুববাগ দরবার শরীফ নামক একটি অসাধারন ক্ষমতাবান গোষ্ঠি এটিকে নিয়ে যাচ্ছেতা করে যাচ্ছে। ওরা ওরস আয়োজন করছে। আবার ইসলামের নাম দিয়ে।
বলা হয়ে থাকে "মহা পবিত্র"। এদের কাজ-কর্ম নিয়ে ইসলামী বিশারদদের ব্যপক অনিহা রয়েছে। তারা এটিকে বিদআত বলে থাকেন। যদিও এদের প্রোগ্রামে বিদেশী কুটনৈতিক থেকে শুরু করে বেশ কিছু দেশী পরিচিত মুখ থাকে।
তা থাকুকগে।
তাতে আমার কী? ওরা ওদের প্রোগ্রামস্থল হিসেবে এই পার্কটিকে নির্বাচন করলেন। চারদিক ঘিরে কৃত্রিমতা। উট, দুম্বার মহা আয়োজন। সহাস্রাধিক লোকের টানা দুদিন ধরে নাচানাচি চলবে সেখানে। আর এরই মধ্য দিয়ে প্রিয় এই পার্কটি হারাবে তার প্রাকৃতিক সৌন্দার্য।
এত মানুষ, উট ও অন্যান্যা প্রানীর পদাঘাতে মরে যাবে ছোট গাছগুলো। মানুষের স্বভাব সুলভ আচরণে (ঢাল ভাঙা, নষ্ট করা) পুরো পার্কটি ধারাধম ত্যাগ করবে।
প্রশাসনকে ধিক্ বললে আমাকে দুষবেন কী?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।