আমাদের কথা খুঁজে নিন

   

খোলা চিঠি

দেশকে ভালবাসি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। রাজাকারবিহীন বাংলাদেশ দেখতে চাই।

কার্যকর হোক অনতিবলম্বে আজকের খোলা চিঠি.... প্রকাশিত হোক শ্বেতপত্র বিগত জোট সরকারের সাফল্য আর ব্যর্থতার খতিয়ান......... সংযোজিত হোক তত্বাবধায়ক সরকারের তুলনামূলক পরিবর্তন-এর চিত্র কারণ কাজ শুরু করতে হলে চাই শক্ত ভিত........ অথৈ সাগরে দিকহারাদের যেমন প্রয়োজন ধ্রুবতারার ঠিক তেমনি করেই শুরু হোক নবযাত্রা....... খেটে খাওয়া মানুষের জীবন জীবিকায় আসুক স্বচ্ছলতা আর সামাজিক নিরাপত্তা........ শক্ত হাতে দমিত হোক সুযোগ সন্ধানীর দল বদলের চরিত্র নাগরিক জীবনে আসুক স্বাচ্ছন্দ অনায়াস.......... দূর্নীতির শিকড়ে পড়ুক টান সততা অনুসন্ধানে গড়ে উঠুক বিশ্বাসের ভিত স্বচ্ছতা জবাবদিহিতা প্রতিষ্ঠায় চলুক সংগ্রাম নিরন্তর........ স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় বন্ধ হোক মায়াবী আর্তনাদ সখ্যতা আসুক যৌথ প্রয়াসে...... ক্ষমতা প্রদর্শন নয় বরং দেশ সেবার ব্রত নিয়ে... দেশপ্রেমের বন্দনা শুধুমাত্র মিডিয়াতে নয়...চাই বাস্তবেও তথ্য অধিকার প্রতিষ্ঠায় দেশ যাক এগিয়ে বাক স্বাধীনতায় উঠে যাক ব্যারিকেড.... অবশেষে আর দীর্ঘসুত্রীতায় সময় না যাক সময়োপযোগী সিদ্ধান্তে কার্যকর হোক যুদ্ধাপরাধীর বিচার এই বাংলার মাটিতে..............................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.