মীর্জা গালিব মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লীরা তাকে বাধা দিল। বলল, মসজিদ আল্লার ঘর। মদ্যপানের জায়গা নয়।
গালিব তাকালেন মুসল্লীদের দিকে।
তারপর আরেক চুমুক খেয়ে আওরালেন উপস্থিত শের,
পিনে দো ব্যায়ঠ কার
মসজিদ মে জানিবাঁ (বন্ধু),
ইয়া ও জাগা বাতা
যাঁহা পার খুদা নেহি।
মুসল্লীরা লা জবাব। কী জবাব দেবেন। খোদা নাই এমন জায়গার কথা বলা শক্ত বইকি। তবে জবাব দিলেন আল্লামা ইকবাল।
বহু বছর পর। তার শের দিয়ে। তখন মীর্জা আর বেঁচে নেই।
ইয়া গালিব, পিনে কি জাগা
মসজিদ নেহি হ্যায়, যা
কাফির কো দিলমে পি
ওঁয়াহা পার খুদা নেহি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।