মহাজোটের মহা বিজয়ে গোটা দেশ যখন মাতোয়ারা তখন সেই আনদামানে ধুকছে আমার হতভাগ্য ভাই-রা। দেশে কিছু না পেয়ে চেস্টায় ছিলো মালোয়েশিয়ায় যাও্য়ায়। আবার সেই দালাল কাহিনী। প্রতারিত সেই হতভাগ্য ভাই-রা নৌকায় সমুদ্র পাড়ি দেয়া শুরু করে এবং থাই সীমানায় আটক হয়। পরে সেই থাই বাহিনী একটা নৌকায় ৪০০ বাংলাদেশীকে ৮ ঘনটা সমুদ্র পথে টেনে ছেড়ে দেয় মাঝ সাগরে।
খাবার পানি ছাড়া ভাসতে ভাসতে দুরে বাতি ঘর দেখে রাতে তারা ঝাপিয়ে পড়ে অথৈ সাগরে। আসলে তির ছিলো অনেক দুরে। ফলাফল ৩০০ জন সমভবত মারা গেছেন, ১০০-র মত উদ্ধার। ভারতীয় হাসপাতালে তারা। (ধন্যবাদ ভারত কোন আইণী ব্যবসথা নেয় নি)।
সেই দালাল কিনতু বাংলাদেশী; আছে এখানেই। কিছুই কি করার নেই?
আপনাদের মনতব্য আশা করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।