আমাদের কথা খুঁজে নিন

   

শাবি'র গনিত বিভাগের সাবেক শিক্ষক ড. গৌরাঙ্গ দেব রায়ের বণার্ঢ্য জীবনের অবসান



শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( শাবি) গনিত বিভাগের সাবেক শিক্ষক ড. গৌরাঙ্গ দেব রায়ের বর্ণাঢ্য জীবনের অবসান ঘটেছে। দীর্ঘদিন ব্লাড ক্যান্সার রোগ ভোগের পর গতকাল তিনি ঢাকাস্থ বাসভবনে সকাল ৯টায় শেষ নিঃশেষ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী ১ ছেলে ১ কন্যাসহ অসংখ্য গুণোগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন।

সম্প্রতি তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগ থেকে অবসর গ্রহন করেন। রাজশাহী কলেজে শিক্ষকতার মধ্যে দিয়ে তার কর্মজীবন শুরু হয় বলে তার এক সহকর্মী জানান। তিনি সিলেট এমসি কলেজের ছাত্র ছিলেন। তুখোর এই গনিতবিদের জন্ম হবিগঞ্জের মাবধপুরে। এছাড়া তিনি শাবিতে প্রথম গনিত অল্পিপিয়াড আয়োজন করেন।

যা পরবর্তীতে বেশ জনপ্রিয় হয়ে উঠে। গতকাল সন্ধ্যায় তার মরদেহ ক্যাম্পাসে এসে পৌছলে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। লাইব্রেরী ভবনের সামনে শেষ শ্রদ্ধানুষ্ঠানে সহকর্মীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। একই স্থানে সংক্ষিপ্ত শোক সভায় বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগন স্মৃতিচারন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.