আমাদের কথা খুঁজে নিন

   

শাবির আকাশে উড়ল ড্রোন

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কয়েকশ শিক্ষার্থীর ভিড়। সবার দৃষ্টি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ড্রোনের দিকে। বুধবার বেলা দেড়টা। আসে প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ। গবেষক দলের প্রধান পদার্থ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সৈয়দ রেজওয়ানুল হক নাবিল এগিয়ে যান ড্রোন হাতে।

দলের সদস্য একই বিভাগের শিক্ষার্থী রবি কর্মকার, মারুফ হোসেন ও সৈয়দ ওমর ফারুক প্রস্তুত ড্রোন নিয়ন্ত্রণের রিমোট হাতে। নাবিল সামনের দিকে ছুড়ে দেন চালকবিহীন বিমানের খুদে সংস্করণটি। শোঁ শোঁ শব্দে ড্রোন উড়তে থাকে উপরের দিকে। সঙ্গে সঙ্গে করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে শাবি মাঠ। ১ মিনিট ৩৭ সেকেন্ডে শাবি ক্যাম্পাসের ওপর তিন চক্কর দিয়ে অবতরণ করে ড্রোনটি।

ড্রোনের পরীক্ষামূলক সফল উড্ডয়নে উল্লসিত গবেষক দলের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা। গবেষক দলের সদস্যরা জানিয়েছেন, গতকাল উড্ডয়নকৃত যানটি প্রকৃত ড্রোন নয়। এটি ড্রোনের প্রাথমিক সংস্করণ। তারা এটির নাম দিয়েছেন 'ফ্লায়িং এয়ারক্রাফট'। পরবর্তীতে এই প্রযুক্তি ব্যবহার করে পূর্ণাঙ্গ ড্রোন তৈরি করা হবে।

ড্রোন উদ্ভাবনের সময় মাঠে উপস্থিত ছিলেন গবেষক দল ও গবেষণা কাজের তত্ত্বাবধানে থাকা শাবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিঙ্ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। শিক্ষার্থীদের গবেষণার সফলতা দেখে তার চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক।

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, শিক্ষার্থীরা ক্লাসে যা শিখে এর ৪-৫ গুণ বেশি শিখে বাইরে। ড্রোন তৈরির দায়িত্ব তাদের দেওয়া হয়েছিল ৪-৫ মাস আগে। এ সময়ের মধ্যে তারা সফলভাবে 'ফ্লাইং মেশিন' তৈরি করেছে।

এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিছু দিনের মধ্যে পূর্ণাঙ্গ ড্রোন তৈরি করা হবে। জাফর ইকবাল জানান, শাবির তৈরি ড্রোন দেশের অভ্যন্তরীণ ও সামরিক নিরাপত্তার কাজে ব্যবহার করা যাবে। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে মেধাবী এই শিক্ষার্থীরা আরও ভালো কিছু উপহার দিতে পারবে।

গবেষক দলের প্রধান রেজওয়ানুল হক নাবিল জানান, প্রয়োজনীয় অর্থ ও যন্ত্রপাতি পাওয়া গেলে আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ ড্রোন নির্মাণ সম্ভব হবে। বিদেশ থেকে ড্রোন আমদানি করতে যে খরচ পড়বে তা থেকে শাবিতে তৈরি ড্রোনের নির্মাণ খরচ অনেক কম হবে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.