আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় সংসদ র্নিবাচন ২০০৮ এবং পাগলের দুইটি জিঞ্জাসা

ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)

আগামী ২৯ ডিসেম্বর অনুষ্টি জাতীয় সংসদ নির্বাচন। গত দুই বতসরের থমকে যাওয়া গণতন্ত্রের পালে নতুন হাওয়া লাগবে। এক হাতে যেমন তালি বাজেনা তেমনি ওয়ান ইলেভেন এর ঘটনার দায়ভার চারদলীয় জোট কিংবা আওয়ামিলীগ কেউই অস্বীকার করতে পারবেনা, নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি করে, চাপাবাজি করে তারা নিজেরে যতই সাধৃ বানানোর চেষ্টা করুক এই ঘটনার জন্য দুই দলই সমান ভাবে দায়ী। বর্তমানে সবাই স্টেজে উঠে অথবা বিভিন্ন মিডিয়াতে নিজেদেরকে যোগ্য আর প্রতিন্ধন্দীদের অযোগ্যতা প্রমানের চেষ্টায় তৎপর। নির্বাচনী ইশতিহারের দৃষ্টিনন্দন মোড়কে প্রতিশ্রুতির ফুলঝুড়ি, সুখ, সম্বৃদ্ধি, উন্নয়নের জোয়ারে হাবুডুবু খাওয়ানোর রূপালী হাতছানি।

বাঙ্গালী জাতি সহজে বিশ্বাস করতে ভালবাসে তাই আমরা সবই তাদের সকল কথা বিশ্বাস করব এবং তাদের হাতে ক্ষমতার মসনদের দায়িত্বভার তুলে দিব। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে দুইটা ধারা দৃশ্যমান। ক) মহাজোট খ) চারদলীয় ঐক্যজোট। নির্বাচনে এই দুই জোটের যে কোন একটিই ক্ষমতার মসনদে বসবে এবং অপর জোট বিরোধী দল হিসেবে গন্য হবে। কিন্তু দুইটা বিষয়ে আমি কোন জোট বা রাজনৈতিক দলকেই কিছু বলতে দেখি নাই,।

১। নির্বাচণে পরাজিত হলে তারা বিরোধী দল হিসেবে কি কি দায়িত্ব পালন করবে এবং কি কি কাজ করবেনা। বিরোধি দল হিসেবে তারা তাদের দায়িত্ব পালনে, দেশের সম্পদ এবং জনগনের জান-মালের নিরাপত্তা দানে কতটুকু সৎ থাকবে। ২। নির্বাচনী ইশতিহারে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে ক্ষমতায় গিয়ে তা পালন না করে জনগনের সাথে ধোকাবাজী করলে তাদের কি শাস্তি দেয়া হবে।

নির্বাচনী প্রার্থিতার ক্ষেত্রে প্রাথমিক যোগ্যতা হিসেবে আরো একটা ব্যাপারে নির্বাচন কমিশনের মনোযোগ দেয়া উচিৎ ছিল। জাতীয় সংসসদ নির্বাচনে প্রার্থিদের একটা মিনিমান শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার (জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগে আমি জানিনা) কারণ যারা সংসদে বসে দেশ পরিচালনার আইন প্রণয়ন করবে এবং দেশ পরিচালনা করবে তারা যদি মূর্খ হয় তাহলে সেই দেশের ভবিষ্যত কি হতে পারে তা সহজেই অনুমেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.