আমাদের কথা খুঁজে নিন

   

যাপিত জীবন / উত্তরাধিকার

-

যাপিত জীবন লাটিম হয়ে কক্ষপথে নক্ষত্রের ঘূর্ণি- মানুষ আমি অবিরাম ছুটি দিবানিশি । হঠাৎ আচমকা কখনও ফুসরত মিললে মুখ তুলে তাকাই নীল আকাশের দিকে। বহমান নদীর জলের মত পলি ফেলে নিরুদ্দেশের মোহনাকে মেনেছি গন্তব্য। চলতি পথের নুড়ি পাথরের গায়ে গায়ে আমার অপূ্রনীয় স্বপ্নগুলো লেপ্টে রয়। সবুজ পাহাড় পেরিয়ে যাযাবর হয়ে ধুলো মাখা পথ মাড়িয়ে ছুটে চলি। সবুজ ঘাসের ডগায় শিশিরের মত জমতে থাকে আমার শরীরের ঘাম। আমার ঘোরগ্রস্ত দু’চোখের পাতায় অবসাদ আর ক্লান্তি এসে ভর করে। চৌচির জমিন নিমিষেই শুষে নেয় আমার লক্ষ কোটি লোহিত কনিকা ! ছবি সূত্রঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।