আমার সম্পর্কে বলার মত তেমন কিছু নাই, আমি একটা একটা একটা ...... একটা কি তাও জানিনা, তবে মাঝে মাঝে আমার কম্পিউটার টা রিসেট করলে বুঝতে পারি আমি আসলে একটা ............ ধুর ছাই কি যে আবার ভুলে গেছি, আপনারা জানলে আমাকে বলবেন দয়া করে
অনেকদিন পরে গেলাম আমার পুরাতন কলেজ ক্যম্পাসে, এক বন্ধুর নিমন্ত্রনে, তার বাসায় ছিলাম কয়েকদিন, আর দেখলাম সেই এলাকায় নিরবাচন নিয়ে চলছে কত কাহিনি, সেই সাথে মনে পরে গেলো আমার ছোট বেলার কিছু কথা , আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদুর সাথে ওয়াজ মাহফিল শুনতে যেতাম, আর ইসলামের কথা শুনে শুনে ভাবতাম মনে মনে আমি যখন ভোটার হব তখন আমার জীবনের প্রথম ভোট টা ইসলামের পক্ষে দিব, এটাই ছিল আমার স্বপ্ন, কিন্ত কখনো এদের সাথে তেমন মিশতাম নাহ, এদের কাজ সমন্ধেও তেমন জানতাম নাহ, একসময় বড় হলাম সবকিছু বুঝতে শুরু করলাম, আর জানতে শুরু করলাম, আর দেখতেও শুরু করলাম, তখন ভালো ভাবে বুঝতে পারলাম আমি ছোটবেলায় কত ভুল করেছি,
বন্ধুর বাসা থেকে বের হয়ে হাটতে শুরু করলাম তখন নজরে পরল এক নিরবাচনের প্রাথী র পোষ্টার, আর আমার ভাবনা চলে গেল আরেক যায়গাতে, ছবিটা দেখে মনে হল এটা কোন রাজাকারের ছবি, বন্ধুকে বললাম তুই কিছু জানিস নাকি, সে বলল নাহ, ওকেও বললাম ছবিটা দেখে তো রাজাকার লাগে, ও একটু হাসল,
তার পর আমি সেই দিনেয় বাসায় চলে আসলাম, বাসায় আসার পর হঠাৎ ওর ফোন পেয়ে একটু চমকে গেলাম, আর ওর কথা শুনে আরো, ও বলল ঐটা আসোলেয় একটা রাজাকার, আর এই কুত্তা টা নাকি ছিল আলবদর বাহিনির কমান্ডার, আপনারাই বলুন এরা যদি ক্ষমতায় আসে তাহলে আমরা কি আবারো এদের কাছে শোষিত হব ?
যাই হোক আমার ধারনা টা ভুল ছিলো নাহ,
এইবার ভাল ভাবে বুঝলাম আমি কি মনে মরেছিলাম আর হইল কি ????????????????????
আমরা কতদিন এই রাজাকার দের সাথে থাকবো ?
উপোরের ছবিটা একজন হবু জন প্রতিনিধির আর ইনি নাকি কি............... ছিলেন ৭১এ, ভাবতেই কেমন যেন লাগতেছে ............।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।