আমি একজন ব্যাংকার, অবসরে গান করি, সুর তুলি বেহালার। কবিতা লিখতে গিয়ে ক'বার হোঁচট খেয়ে অবশেষে ছেড়ে বাঁচি মেনে নিয়ে সব হার।
হে বন্ধু মোর
যারে তুমি কাছে নিলে বাঁধি প্রেমডোর
এ বিশ্ব সংসারে।
স্থান দিলে হৃদয় মাঝারে
পবিত্র বন্ধনে। ..
যার মুক্ত বিচরণ তব হৃদয় অঙ্গনে ।
যারে তুমি বসিয়েছো হৃদয় আসনে
সব বাধা করি অতিক্রম।
যার দুটি হাত ধরে
জীবন নদীর তীরে
দীর্ঘ পথ পাড়ি দিয়ে এলে
সুখ দুঃখ ভাগ করে নিলে
নিভৃতে নির্জনে।
আজ কেন এতকাল পরে
তাহার সকল কাজে ত্রুটি চোখে পড়ে ?
তার শুধু দোষ খুঁজে ফের
নিজের দোষের কথা মনে নাহি ধর ?
স্থির হয়ে ভাবো বসে মনে
প্রতিটি মানুষ আছে নিজ দোষ গুনে।
ছোট ছোট দোষ ত্রুটি পরিহার করে
গুনের সকল ক্ষেত্র আলোকিত কর
কপটতাহীন।
আমি নিশ্চিত, আবার আসিবে সুদিন।
একটি কথা চুপি চুপি বলি
অন্তর্মুখী ভালবাসা জ্বালায় কেবলি।
তোমার সকল কাজে
ভালবাসার সুর যেন তার প্রাণে বাজে।
মনের আলোয় তুমি আপনারে দেখো।
বন্ধু শুনে রাখো,
শেষ কথা নয় শুধু ভালবাসাটাই
মনের সে ছবিখানি প্রকাশ করা চাই।
ক্ষুদ্র স্বার্থ, অহমিকা দূরে ছুড়ে ফেলে
তারে তুমি কাছে টানো, তার কাছে গিয়ে
দু’হাত বাড়িয়ে।
তুমি জয়ী হবে।
শ্যামল চন্দ্র দাস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।