দাম্পত্য
ঘরে ঢুকে মনে হলো ঘর ফাঁকা।
বিছানায় দুইটি বালিশ পাশাপাশি
দেয়াল ঘেষে মেয়ের শোয়ার জায়গা
সব সাজানো গোছানো।
স্বভাব মতো মেয়ের নাম ধরে ডাকলাম
কোন সাড়া নেই কোথাও। বুঝলাম
সংসার থেকে তুমি নিয়েছো কদিনের ছুটি-
আবেদনের কথা ভুলেই গিয়েছিলাম।
বিরান পাথারের মতো একা মনে হলো নিজেকে
এমন মনে হয়নি কখনো আগে ।
এ ঘর ও ঘর ঘুরে ব্যালকনিতে বসে
বিষন্ন মনে অগ্নি সংযোগ করলাম একাকিত্বের চিতায়
চোখ বরাবর ধোয়ার কুন্ডলি
নোনা জল ধুয়ে দেয় যন্ত্রনা।
শোবার ঘরের দেয়াল ঘড়ি টিকটিক
বাথরুমে নষ্ট কলে জল পড়ার শব্দ
আর দখিনা বাতাস খোলা জানালার গ্রিলে
ঘর্ষণ করে যাচ্ছে থেকে থেকে।
আমি আরো একা হতে থাকি
একা হই; ঘরের ক্যালেন্ডারে চোখ রাখি।
একাকিত্বের মানে বুঝি, আজ নিদ্রাহীন কদিন
প্রতীক্ষায়-অপেক্ষায় বড় মলিন বড়ই মলিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।