আমাদের কথা খুঁজে নিন

   

দাম্পত্য

অনুচ্ছেদ

আমার পাশাপাশি চলমান তোমার পারফিউম এবং সেলফোন আমার ছায়াটুকুও এখন নেই তোমার রিবন্ডিং চুল, আমার উইগ গোটানো আস্তিনে ভয়াবহ ধুলো শহুরে গাছেদের অশ্রুর ফোঁটা নাগরিক ধুলোর সঙ্গে পার্শ্ববর্তী রাজপথে যায়, সহবাস দেখবে বলে... পিচ-ডানলপ-পাথর-গাঁদাফুল, তোমার গেট টুগেদার পার্টি, জন্মদিন, প্রাথমিক নাগরিক বিজ্ঞান বাসন্তী শাড়ী, রিক্সার চাকার চকচকে আঙ্গুল; তোমার মানবিক বোধ আর জৈবিক পর্যালোচনার ত্রৈমাসিক সম্মেলন, লোন করে কেনা জাপানী গাড়ি, তোমার গোসল, ডিওডোরেন্ট, কন্ট্রাসেপটিভ... আমার জুতোর ফিতে, গলার টাই, নটা-পাঁচটা তার আশেপাশে চেপেচুপে রাখা যৌথ এবং ভীষণ ব্যক্তিগত নানাবিধ স্বপ্ন... বাজারের ফর্দ আর রান্নার রেসিপির মধ্যকার মৌলিক পার্থক্যটুকু; আমাদের ক্রমবর্ধমান পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক, বিছানায় ম্যাট্রেস, অন্তঃসারশূন্য আরামদায়ক অনুভূতি, মাথার ভেতরে কোথাও আন্দোলন, পৃথিবীর যাবতীয় যুদ্ধবিমানের চাপা আর্তনাদ, এরপর লোডশেডিং, এরোসল, স্ট্রবেরি কনডম এবং সেলফোন তারপর দুঃখ ।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।