আমাদের কথা খুঁজে নিন

   

দাম্পত্য......

আমার দেশ আমার গর্ব আমার অহংকার.......

কমন পড়লে আমার দোষ নাই..... পুরাতন হলেও নতুন করে হাসুন.... ০১। স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে- স্বামী : জানো, কাল রাতে টিভিতে একটি ভয়ংকর ভিডিও দেখেছি । স্ত্রী : খুব ভয় পেয়েছ নাকি! স্বামী : আর বোলো না । দেখলাম, একজন ভয়ংকর মহিলা কখনো আমার সামনে, কখনো পেছনে, কখনো বা সঙ্গে সঙ্গে হাঁটছে । স্ত্রী : বলো কী? তা কোন ভিডিও দেখেছ তুমি? স্বামী ; তোমার বিয়ের !!!!!!! ০২।

স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে- স্ত্রী : কাল রাতে একটি স্বপ্ন দেখেছি । স্বামী :কী স্বপ্ন দেখলে? স্ত্রী : দেখলাম, তুমি আমাকে বেশ কিচু হীরার অলংকার কিনে দিয়েছ!!! স্বামী : আররেরর....আমিও তো একই রকম স্বপ্ন দেখেছি!! স্ত্রী : কী দেখেছ তুমি ? স্বামী : আমি দেখেছি, তোমাকে অলংকারগুলো কিনে দেওয়ার সময় আমাদের সঙ্গে তোমার বাবাও ছিলেন । আর অলংকারগুলোর পুরো টাকাই তো তোমার বাবাই দিয়ে দিলেন । ০৩। স্বামী : মেহমানকে খাবার দিলে, কিন্তু চামচ দিলে না কেন? স্ত্রী : ভয় লেগেছিল ।

স্বামী : কিসের ভয়? স্ত্রী : না মানে, চামচগুলো আমি ওদের বাসা থেকেই এনেছিলাম । দিলে যদি টের পেয়ে যায়..এই ভয়েই...... ০৪। বাসষ্টেশনে একজন ভদ্রমহিলার সামনে এক ভিক্ষুক এসে বলল, 'মা আপনি তো বেশ সুন্দর । পাঁচটা টাকা দেন না মা । ' এ কথা শুনে ভদ্রমহিলার স্বামী তার স্ত্রীকে বললেন, 'পাঁচ টাকা দিয়ে দাও ।

তোমাকে সুন্দর বলেছে । ভিক্ষুকটাকে সত্যি সত্যিই অন্ধ মনে হচ্ছে । "


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।