আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল ছোট্ট একটি টাইয়ের নট এখনও বাঁধতে শেখোনি অথচ কি অনায়াসে গভীর বন্ধন খুলে ফেলতে শিখেছো আমি দেখি আর ভাবি কতোটা অতলে তলিয়ে গেলে আর ভেসে ওঠা যায়না ? আর কতোটুকু বিলিয়ে দিলে নিজেকে , নিজের থাকে না কিছুই শুনেছি অগভীর সম্পর্কের কোনো নাটাই থাকেনা কিন্তু এ চোখের দিঘীতে তুমি ছাড়া কোনো পানকৌড়িও কখনো সাঁতার কাটেনি তবু জেনে গেছি তুমি ভাঙ্গতে পারো ছিঁড়তে পারো শুধু জড়িয়ে থাকাই শিখতে পারোনি যে সামান্য টাইয়ের নট বাঁধতে শেখেনি , তার কাছে কি করে আশা করা যায় গভীর সম্পর্কের বন্ধন ? এন্টিগোনিশ , কানাডা ৩ মে , ২০১২ ইং ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।